হোম > বিশ্ব > ইউরোপ

আশাহত পুতিন, যোগ দিতে পারছেন না দক্ষিণ আফ্রিকার ব্রিকস সম্মেলনে 

সংকুচিত হয়ে আসা বিশ্ব দুয়ার খুব শিগগিরই খুলছে না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা থাকার কারণে এর সদস্য দেশগুলোতে যেতে পারবেন না পুতিন। তাই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকসের সম্মেলনেও যোগ দিতে পারছেন না পুতিন। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস জোটের সম্মেলনে পুতিন যোগ দিতে পারবেন না। দক্ষিণ আফ্রিকার সরকার জানিয়েছে, রাশিয়ার সরকারের সঙ্গে পারস্পরিক সমঝোতার আলোকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর আগে, গতকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা পুতিন যদি দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে যোগ দেন তবে যেন তাকে গ্রেপ্তার না করা হয় সে জন্য আইসিসির কাছ থেকে অনুমতি চেয়েছিলেন। তিনি বলেছিলেন, পুতিনকে গ্রেপ্তার করা হলে তা হবে যুদ্ধ ঘোষণার সমান হবে। তবে তারপরও আইসিসি ইতিবাচক সাড়া দেয়নি। 

 ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এরপর থেকেই রাশিয়া এবং দেশটির নেতাদের ওপর একাধিক নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা বিশ্বের দেশগুলো। বিষয়টি সেখানেই থেমে থাকেনি, ইউক্রেনের শিশুদের অপহরণ করে রাশিয়া নিয়ে যাওয়া হচ্ছে এমন অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদলতে মামলা দায়ের করা হয়। পরে সেই মামলার সূত্র ধরে আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 

দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হওয়ায় দেশটির ওপর এই আদালতের রায় এবং নির্দেশ মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। তবে কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা আশাবাদ ব্যক্ত করেছিল যে, পুতিন হয়তো দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে যোগ দিতে পারবেন। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনও বিষয়টি নিয়ে বেশ আশা প্রকাশ করেছিল। তবে দক্ষিণ আফ্রিকার বর্তমান সিদ্ধান্ত ক্রেমলিন তো বটেই পুতিনের জন্য আশাহত হওয়ার কারণ হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার