হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার হয়ে গোয়েন্দাগিরির অভিযোগে নরওয়েতে ব্রাজিলীয় গ্রেপ্তার

রাশিয়ার হয়ে গোয়েন্দাগিরির অভিযোগে এক ব্রাজিলীয়কে গ্রেপ্তার করেছে নরওয়ে। নরওয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে নিয়োজিত পুলিশ সিকিউরিটি সার্ভিস ওই ব্রাজিলীয়কে গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তির নাম হোসে আসিস জিয়ামারিয়া। নরওয়ের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নরওয়ের পুলিশ সিকিউরিটি সার্ভিসের উপপ্রধান হেডভিগ মোয়ি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনআরকেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা ট্রমসো বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেছি যেন তাঁরা সেখানে কর্মরত একজন ব্রাজিলীয় গবেষককে নরওয়ে থেকে বহিষ্কার করেন। কারণ আমরা বিশ্বাস করি, তিনি আমাদের মৌলিক জাতীয় স্বার্থের জন্য হুমকির প্রতিনিধিত্ব করছেন।’

মোয়ি আরও বলেন, ‘আমাদের নিরাপত্তা সংস্থার উদ্বিগ্ন যে, তিনি দেশের উত্তরে আমাদের দেশীয় নীতি সম্পর্ক তথ্য অনুসন্ধান করতে একটি গোয়েন্দা নেটওয়ার্ক পরিচালনা করছিলেন। এমনকি যদি এটি আমাদের দেশের নিরাপত্তার জন্য হুমকি নাও হয় তারপরও আমরা উদ্বিগ্ন যে রাশিয়া এর অপব্যবহার করতে পারে।’

এর আগে, নরওয়ে গত সপ্তাহে জানিয়েছে, তাঁরা নরওয়ের উত্তরে কৌশলগত সংবেদনশীল এলাকায় বেআইনিভাবে ড্রোন উড়িয়ে ছবি তোলার সন্দেহে এক রাশিয়ান নাগরিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিষয়ে তদন্তকারীরা জানিয়েছেন, কথিত ওই গবেষক নরওয়েতে ভুয়া নাম পরিচয় ব্যবহার করে রাশিয়ার একটি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন। স্থানীয় একটি আদালত তাঁকে চার সপ্তাহের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ক্রিপ্টোমাইনিংয়ে কাজে লাগাতে চান ট্রাম্প: পুতিন

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির