ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খারকিভ থেকে রাশিয়ার সৈন্যদের পশ্চাদপসরণে বাধ্য করেছে বলে দাবি করেছে ইউক্রেন। শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার যুদ্ধে ইউক্রেন জয়ী হয়েছে এমন তথ্যই দিয়েছে একটি মার্কিন থিংক ট্যাংক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেন সেনাবাহিনীর জেনারেল স্টাফের এক মুখপাত্রকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, এই অঞ্চল থেকে শত্রুবাহিনী কর্তৃক খারকিভ দখলের প্রচেষ্টা নিরস্ত করে তাদের সেনা ইউনিটগুলো প্রত্যাহার নিশ্চিত করার ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। তবে রয়টার্সের সাংবাদিকেরা বলছেন, উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটি প্রায় দুই সপ্তাহ ধরে শান্ত রয়েছে।
মস্কো এখনো খারকিভের আশপাশের এলাকায় বোমাবর্ষণ করছে বলে জানা গেছে। সর্বশেষ খারকিভ থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে গত শুক্রবার রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের একটি অস্ত্রের ডিপোতে আঘাত করেছে বলে দাবি করেছে রাশিয়ার সংবাদমাধ্যম।
ইউক্রেনের অন্যতম বৃহত্তম শহর খারকিভ দখল করা রাশিয়ার সেনাবাহিনীর উদ্দেশ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল। শহরটিতে আক্রমণের সময় রুশ সৈন্যরা সেখানে ব্যাপকভাবে গোলাবর্ষণ করেছিল। ইউক্রেনের দাবি, রাশিয়ার এই হামলায় শত শত বেসামরিক লোক নিহত হয়েছিল।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট তাঁর সর্বশেষ ভিডিও ভাষণে বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী দেশকে রাশিয়ার কাছ থেকে মুক্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।