হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ায় ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা। শুক্রবার মার্কিন গবেষণা সংস্থা দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানিয়েছে, কুরস্কের অন্তত ৩০ কিলোমিটার গভীরে ঢুকে পড়েছে ইউক্রেনের সহস্রাধিক সেনা। তবে রুশ বাহিনী বলেছে, তারা পশ্চিম কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাদের প্রতিহত করেছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কুরস্ক অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ২৮০ জনের বেশি ইউক্রেনের সৈন্য নিহত হয়েছে। তবে তাদের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। 

এদিকে ইউক্রেন খোলাখুলিভাবে রাশিয়ায় প্রবেশের কথা স্বীকার করেনি। তবে দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি গত বৃহস্পতিবার বলেছিলেন, মস্কোকে অবশ্যই তার আক্রমণের পরিণতি অনুভব করতে হবে। 

বিবিসি জানিয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী রাতের বেলায় রাশিয়ার ভেতরে একটি সামরিক বিমানঘাঁটিতেও আঘাত হানে। এই ঘাঁটিতে রাশিয়ার Su-34, Su-35 এবং MiG-31 যুদ্ধবিমানগুলো সাধারণত রাখা হয়। এর কয়েক ঘণ্টা আগেই শত শত গ্লাইড বোমাসহ রাশিয়ার একটি গুদাম ধ্বংস করে দিয়েছিল ইউক্রেনের সেনারা। 

গত জুনে এই রক্তক্ষয়ী যুদ্ধ থামিয়ে শান্তির পথ খুঁজতে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয় ‘ইউক্রেন পিস সামিট’। কিন্তু ফলাফল শূন্য। দুই দেশের সংঘর্ষ এখনো চলছে। 

মার্কিন সংস্থা দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের তথ্য অনুযায়ী, দক্ষিণ রাশিয়ার কুরস্ক অঞ্চলে আক্রমণ শানাচ্ছে ইউক্রেন। সেখানে সহস্রাধিক সেনা ও দুই ডজন সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। রয়েছে অত্যাধুনিক ট্যাংকও।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট