হোম > বিশ্ব > ইউরোপ

অস্ট্রিয়ায় স্কুলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১০

আজকের পত্রিকা ডেস্ক­

স্থানীয় পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, এলাকাটি নিরাপদ করা হয়েছে। ছবি: এএফপি

অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর গ্রাজের একটি স্কুলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। গ্রাজ শহরের মেয়র এলকে কার অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএকে জানান, এটি একটি ‘ভয়াবহ ট্র্যাজেডি’। এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অস্ট্রিয়ার জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রোনেন জাইতুং জানিয়েছে, কমপক্ষে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে মৃতের সংখ্যা জানায়নি, তবে নিশ্চিত করেছে যে ‘কয়েকজন’ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে কতজন শিক্ষার্থী ছিল, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। স্কুলের বাইরে একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

স্থানীয় পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, এলাকাটি নিরাপদ করা হয়েছে। স্কুল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি অস্ট্রিয়ান একটি টেলিভিশনকে জানান, জনগণের জন্য আর কোনো বিপদ নেই, তবে বেশ কয়েকজন নিহত হয়েছেন।

ক্রোনেন জাইতুং আরও জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে একটি বাথরুমে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

উল্লেখ্য, পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে অস্ট্রিয়ায় বেসামরিক নাগরিকদের কাছে সবচেয়ে বেশি অস্ত্র রয়েছে। স্মল আর্মস সার্ভের একটি প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রিয়ায় প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৩০ জনের কাছেই আগ্নেয়াস্ত্র রয়েছে। মেশিনগান ও পাম্প অ্যাকশন বন্দুক নিষিদ্ধ থাকলেও রিভলবার, পিস্তল ও সেমি-অটোমেটিক অস্ত্রের মালিকানা শুধু সরকারিভাবে অনুমোদিত। এ ছাড়া রাইফেল ও শটগানের মতো আগ্নেয়াস্ত্রের লাইসেন্স শুধু শিকার অথবা শুটিং ক্লাবের সদস্যদের জন্য অনুমোদিত।

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের নিন্দায় সরব রাশিয়া, নীরব চীন

৪ লাখ রুশ হতাহতের দাবি ইউক্রেনের, ৬৬৪০ বর্গকিমি দখলের দাবি রাশিয়ার

সুইজারল্যান্ডের বারে আগুনে মৃত্যু ৪০, দুর্ঘটনার কারণ শ্যাম্পেনের বোতলে লাগানো আতশবাজি

কথিত ড্রোন হামলা পুতিনের কোন বাড়িতে হয়েছে—কে থাকেন সেখানে

তীব্র শীতেও গ্যাস-বিদ্যুৎ ছাড়া বাঁচতে শিখে যাচ্ছে ইউক্রেনের মানুষ

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট