হোম > বিশ্ব > ইউরোপ

অস্ট্রিয়ায় স্কুলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১০

আজকের পত্রিকা ডেস্ক­

স্থানীয় পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, এলাকাটি নিরাপদ করা হয়েছে। ছবি: এএফপি

অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর গ্রাজের একটি স্কুলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। গ্রাজ শহরের মেয়র এলকে কার অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএকে জানান, এটি একটি ‘ভয়াবহ ট্র্যাজেডি’। এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অস্ট্রিয়ার জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রোনেন জাইতুং জানিয়েছে, কমপক্ষে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে মৃতের সংখ্যা জানায়নি, তবে নিশ্চিত করেছে যে ‘কয়েকজন’ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে কতজন শিক্ষার্থী ছিল, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। স্কুলের বাইরে একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

স্থানীয় পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, এলাকাটি নিরাপদ করা হয়েছে। স্কুল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি অস্ট্রিয়ান একটি টেলিভিশনকে জানান, জনগণের জন্য আর কোনো বিপদ নেই, তবে বেশ কয়েকজন নিহত হয়েছেন।

ক্রোনেন জাইতুং আরও জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে একটি বাথরুমে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

উল্লেখ্য, পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে অস্ট্রিয়ায় বেসামরিক নাগরিকদের কাছে সবচেয়ে বেশি অস্ত্র রয়েছে। স্মল আর্মস সার্ভের একটি প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রিয়ায় প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৩০ জনের কাছেই আগ্নেয়াস্ত্র রয়েছে। মেশিনগান ও পাম্প অ্যাকশন বন্দুক নিষিদ্ধ থাকলেও রিভলবার, পিস্তল ও সেমি-অটোমেটিক অস্ত্রের মালিকানা শুধু সরকারিভাবে অনুমোদিত। এ ছাড়া রাইফেল ও শটগানের মতো আগ্নেয়াস্ত্রের লাইসেন্স শুধু শিকার অথবা শুটিং ক্লাবের সদস্যদের জন্য অনুমোদিত।

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন

ইউরোপ চাইলে রাশিয়া যুদ্ধের জন্য প্রস্তুত—পুতিনের এই মন্তব্যে ব্রিটেনের তীব্র প্রতিক্রিয়া