প্রখ্যাত রুশ দার্শনিক আলেক্সান্ডার দুগিনের মেয়ে দারিয়া দুগিনার মৃত্যুর পেছনে ইউক্রেনের হাত রয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির গোয়েন্দা সংস্থা এফএসবি স্থানীয় সময় আজ সোমবার এক বিবৃতিতে এই দাবি করেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাশিয়ার গোয়েন্দা সংস্থার দাবি দারিয়া দুগিনার হত্যাকাণ্ডের পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার হাত রয়েছে। এফএসবির বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ঘৃণ্য অপরাধটির পরিকল্পনা করেছে ইউক্রেনের স্পেশাল সার্ভিস এবং বাস্তবায়নও করেছে তাঁরা।’ বিবৃতে আরও বলা হয়, ওই বিস্ফোরণ সংঘটনের পর হত্যাকারী এস্তোনিয়ায় পালিয়ে গিয়েছে।
এর আগে, রাশিয়ার রাজধানী মস্কোয় একটি গাড়ি বিস্ফোরণে নিহত হন দারিয়া দুগিনা। স্থানীয় সময় গত শনিবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আলেক্সান্ডার দুগিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠজন। তিনি রাশিয়ায় ‘পুতিনের ব্রেইন’ নামে পরিচিত। তাঁকে ‘রাসপুতিন’ নামেও ডাকা হয়। পশ্চিমে তিনি পুতিনের ‘কোর্ট ফিলসফার’ নামেও পরিচিত। তবে সরকারি কোনো পদে তিনি অধিষ্ঠিত নন।
রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থাগুলো রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে জানিয়েছে, বলশিয়ে ভায়াজেমি গ্রামে একটি এসইউভি (একধরনের স্পোর্টস কার) বিস্ফোরণে এক নারী চালকের মৃত্যু হয়েছে। এর বেশি বিস্তারিত কিছু জানায়নি তারা। এই মৃত্যুর ব্যাপারে রুশ কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, দারিয়া দুগিনা বাড়ি যাওয়ার সময় তাঁর গাড়িটি আগুনে বিস্ফোরিত হওয়ার পরে তিনি মারা যান। রুশ গণমাধ্যমগুলো জানিয়েছে, একটি অনুষ্ঠান থেকে একই সঙ্গে বাড়িতে ফেরার কথা ছিল দুগিন ও তাঁর কন্যা দুগিনার। পরে কোনো কারণে দুগিন আলাদাভাবে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন।
টেলিগ্রামে পোস্ট করা ভিডিও ফুটেজে (বিবিসি যার সত্যতা যাচাই করতে পারেনি) দেখা গেছে, উদ্ধারকর্মীরা একটি পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ উদ্ধার করছেন। পাশে হতভম্ব অবস্থায় দুগিন দাঁড়িয়ে আছেন।