হোম > বিশ্ব > ইউরোপ

ট্রাম্পের অনুরোধের পর ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের আহ্বান পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘হাজার হাজার ইউক্রেনীয় সেনার’ জীবন বাঁচানোর অনুরোধ করেছেন। ট্রাম্পের এই অনুরোধের পর রুশ প্রেসিডেন্ট শুক্রবার রাশিয়ার কুরস্ক অঞ্চলে থাকা ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যাঁরা অস্ত্র ফেলে আত্মসমর্পণ করবেন, তাঁদের জীবনের নিশ্চয়তা দেওয়া হবে এবং তাঁদের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা হবে। মস্কো টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, ‘আমরা আজ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতি পর্যালোচনা করেছি। আমরা তাঁর আহ্বানের প্রতি সহানুভূতিশীল। যাঁরা আত্মসমর্পণ করবেন, তাঁদের জীবনের নিশ্চয়তা দেওয়া হবে।’ একই সঙ্গে তিনি ইউক্রেনের নেতৃত্বকেও তাদের সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, সৌদি আরবে আলোচনার সময় কিয়েভ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপরই পুতিনের কাছে ট্রাম্পের এই বিবৃতি আসে। ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি না জানালেও পুতিন নীতিগতভাবে এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে রাশিয়ার আংশিকভাবে অধিকৃত কুরস্ক অঞ্চলে থাকা ইউক্রেনীয় সেনাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও স্বীকার করেছেন, কুরস্কে তাঁদের সেনারা চাপের মধ্যে রয়েছেন।

গত আগস্টে কিয়েভ কুরস্ক সীমান্ত পেরিয়ে অভিযান শুরু করে। অনেকেই বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ায় কোনো বিদেশি সেনাবাহিনীর এটিই সবচেয়ে বড় অভিযান। তাই মস্কোও পাল্টা জবাব দিচ্ছে।

কুরস্কে রাশিয়ার পাল্টা আক্রমণে ইউক্রেনের দখল করা বেশির ভাগ অঞ্চল পুনরুদ্ধার করে নিয়েছেন পুতিনের সৈন্যরা। তবে বিষয়টি সম্ভাব্য শান্তি আলোচনায় মস্কোর ওপর কিয়েভের দর-কষাকষির সুযোগ কেড়ে নিয়েছে।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্বচ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন