হোম > বিশ্ব > ইউরোপ

স্নেক আইল্যান্ড থেকে সেনা প্রত্যাহারের পর ওদেসায় ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ওদেসায় রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ওদেসার একজন আঞ্চলিক কর্মকর্তা বলেছেন, স্নেক আইল্যান্ড থেকে সেনা প্রত্যাহার করার পর স্থানীয় সময় শুক্রবার ভোরবেলা রুশ বাহিনী এ হামলা চালিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওদেসার আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক টেলিগ্রাম পোস্টে বলেছেন, একটি আবাসিক ভবনে রাতের বেলা হামলায় তিন শিশুসহ ছয়জন মারা গেছেন। পরে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। 

তবে রয়টার্স জানিয়েছে, তারা এ হামলার বিস্তারিত নিশ্চিত হতে পারেনি। 

বৃহস্পতিবার রাশিয়া বলেছে, তারা ইউক্রেন থেকে শস্য পাঠানোর অনুমতি দিয়ে মানবিক করিডর খুলে দেওয়ার জন্য স্নেক আইল্যান্ড থেকে সেনা প্রত্যাহার করেছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর নিয়মিত ভাষণে বলেছেন, ইউক্রেনের সেনারা রুশদের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দেওয়ার পর তারা স্নেক আইল্যান্ড থেকে পালিয়ে গেছে।

তবে রুশ সেনারা আবার স্নেক আইল্যান্ডে ফিরে আসবে না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এই বলে, ‘আমরা দখলদারদের কোণঠাসা করে ফেলব এবং আমাদের ভূখণ্ড, আকাশ ও সমুদ্র পুনরুদ্ধার করব।’ 

এদিকে আঞ্চলিক গভর্নর সেরহি গাইদাই ইউক্রেনের টেলিভিশনে বলেছেন, ‘বিভিন্ন দিক থেকে রুশ বাহিনী কামানের গোলা বর্ষণ করছে। গত সপ্তাহে সেভেরোদনেৎস্ক দখলের পর রুশ বাহিনী এখন লাইসিচেনস্ক ঘেরাও করার চেষ্টা করছে।’ 

সেভেরোদনেৎস্কের বাসিন্দা ৬৫ বছর বয়সী সের্গেই ওলিনিক রয়টার্সকে বলেছেন, শহরের প্রায় সব বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। মে মাস থেকে আমরা পানি, গ্যাস ও বিদ্যুৎ ছাড়াই বাস করছিলাম। এখন কিছুটা স্বস্তি পাচ্ছি এটা ভেবে যে, আপাতত এ শহরে যুদ্ধ থেমেছে। আমরা আবার বাড়িঘর ঠিক করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব। 

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ