ইউক্রেনে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া যুদ্ধে ১৩ শিশুসহ ১৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
জাতিসংঘ বলছে, এ ছাড়া যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৪০০ জন আহত হয়েছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মুখপাত্র লিজ থ্রোসেল বলেছেন, প্রকৃত মৃত্যুর সংখ্যা অনেক বেশি হতে পারে। বেশির ভাগ হতাহতের ঘটনা ঘটেছে ভারী কামানের গোলাবর্ষণ, বিমান হামলা ও অন্য বিস্ফোরকের কারণে।
ইউক্রেন সরকার কর্তৃক প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, যুদ্ধে ৩৫২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ১ হাজার ৬৮৪ জন।