হোম > বিশ্ব > ইউরোপ

করোনার দুই ধরনে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু 

একই সঙ্গে করোনার আলফা ও বেটা ধরনে আক্রান্ত হয়ে বেলজিয়ামে ৯০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দেশটির গবেষকেরা আজ রোববার এমনটি জানিয়েছেন।

গবেষকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ওই বৃদ্ধা করোনার কোনো ভ্যাকসিন নেননি। তিনি একটি বৃদ্ধাশ্রমে একাই থাকতেন। ওই বৃদ্ধা গত মার্চে করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে বেলজিয়ামের অ্যালস্ট শহরের ওএলভি হাসপাতালে ভর্তি হন। 
সেখানে পাঁচ দিন পর তাঁর মৃত্যু হয়। 

যখন মেডিকেল কর্মীরা ওই বৃদ্ধার দেহের করোনা ভ্যারিয়েন্ট পরীক্ষা করান, তখন তাঁরা দেখতে পান যে আলফা ও বেটা উভয় ধরনেই আক্রান্ত তিনি। উল্লেখ্য, করোনার আলফা ভ্যারিয়েন্ট প্রথম পাওয়া যায় যুক্তরাজ্যে। আর বেটা ভ্যারিয়েন্ট প্রথম দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়। 

এ নিয়ে গবেষণা দলের প্রধান আণবিক জীববিজ্ঞানী আন ভ্যানকিরবার্গেন বলেন, এ দুই ধরনই তখন বেলজিয়ামে ছড়াচ্ছিল। ধারণা করা হচ্ছে, দুটি ভিন্ন মানুষের কাছ থেকে ওই বৃদ্ধা দুই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন। দুর্ভাগ্যবশত, আমরা জানি না তিনি কীভাবে আক্রান্ত হয়েছেন। 

ভ্যানকিরবার্গেন আরও বলেন, দুই ধরনে আক্রান্ত হওয়ায় ওই বৃদ্ধার অবস্থা দ্রুত অবনতি হয়েছে কি-না তা বলা কঠিন। 

গবেষণাটি এখনো কোনো মেডিকেল জার্নালে প্রকাশিত হয়নি। জানা গেছে,  ইউরোপিয়ান কংগ্রেস অব ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে এই গবেষণাটি প্রকাশ করা হবে। এক বিবৃতিতে ভ্যানকিরবার্গেন বলেন, এই পর্যন্ত করোনার দুই ধরনে আক্রান্ত হওয়ার ঘটনা আর পাওয়া যায়নি। 

করোনায় দুই ধরনে লোকজন আক্রান্ত কি না, তা বুঝতে করোনার ভ্যারিয়েন্টের পরীক্ষা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভ্যানকিরবার্গেন। 

গত জানুয়ারিতে ব্রাজিলের বিজ্ঞানীরা জানান, দুই ব্যক্তি একই সঙ্গে করোনার দুটি ভিন্ন ধরনে আক্রান্ত হয়েছে। তবে এই গবেষণা এখনো কোনো সাময়িকীতে প্রকাশ করা হয়নি। 

এ নিয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ারউইকের ভাইরাস বিশেষজ্ঞ লরেন্স ইয়ং বলেন, একজনের দুই ধরনে আক্রান্ত হওয়ার ঘটনায় আশ্চর্য হওয়ার কিছু নেই। দুটি ভ্যারিয়েন্টে একসঙ্গে আক্রান্ত হলে করোনার টিকার কার্যকারিতা কমে কি না, অথবা চিকিৎসায় কোনো প্রভাব ফেলে কি না, তা নিয়ে আরও গবেষণা হওয়া দরকার। 

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট