হোম > বিশ্ব > ইউরোপ

পুতিনকে যুদ্ধবিরতির আহ্বান জানালেন শলৎস–মাখোঁ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জার্মানি ও ফ্রান্সের নেতারা। শনিবার পুতিনের সঙ্গে এক ফোনালাপে তাঁরা এই আহ্বান জানান। এ সময় তাঁরা পুতিনকে ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য অপসারণেরও আহ্বান জানান। শনিবার জার্মানির কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। 

জার্মান কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন বলেছে, শনিবার জার্মানির প্রেসিডেন্ট ওলাফ শলৎস এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ পুতিনের সঙ্গে প্রায় ৮০ মিনিট বিভিন্ন ইস্যুতে কথা বলছেন। 

জার্মান সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ পুতিনের সঙ্গে আলাপকালে ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের বিষয়ে আহ্বান জানিয়েছেন। তাঁরা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বর্তমান সংকট নিরসনে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনারও আহ্বান জানিয়েছেন।’ 

ফরাসি প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদের এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইউক্রেন সংকট নিরসন কেবল মস্কো এবং কিয়েভের আলোচনার মাধ্যমেই হতে হবে।’ 

টেলিফোন আলোচনাকালে মাখোঁ এবং শলৎস রাশিয়ার প্রেসিডেন্টকে আজভস্টাল থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া ২৫০০ ইউক্রেনীয় সৈন্যকেও মুক্তি দেওয়ার আহ্বান জানান। ফ্রান্সের এলিসি প্রাসাদের বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। 

এ সময়, এই দুই নেতা পুতিনকে ওদেসা বন্দর থেকে অবরোধ তুলে নেওয়ারও আহ্বান জানান। যাতে ইউক্রেন বিশ্বে খাদ্যশস্য রপ্তানি করতে পারে এবং খাদ্য সংকটের হাত থেকে বিশ্বকে রক্ষা করা যায়। 

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ