হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ায় এক দিনে করোনায় রেকর্ড মৃত্যু

রাশিয়ায় করোনার চতুর্থ ঢেউয়ে নতুন করে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড মৃত্যু হয়েছে। এক দিনে এত মৃত্যু এর আগে কখনো দেশটি দেখেনি। আজ মঙ্গলবার দেশটির সরকারের করোনাভাইরাস টাস্ক ফোর্সের বরাত দিয়ে মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় এক হাজার ১৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৭৪০ জন।

মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে। এখনো দেশটির বড় একটি অংশকে টিকার আওতায় আনা যায়নি। হাসপাতালগুলো রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, করোনা নিয়ে যথাযথ প্রচার-প্রচারণা চালানো সম্ভব হয়নি। বিশেষ করে টিকার গুরুত্ব বোঝানো যায়নি নাগরিকদের। প্রত্যেক নাগরিককে আরও দায়িত্বশীল হতে হবে।' 

এর আগে গত শনিবার (১৬ অক্টোবর) প্রথমবারের মতো এক দিনে করোনায় হাজার মৃত্যু দেখে রাশিয়া। শনিবার এক দিনে করোনায় ১ হাজার ২ জনের মৃত্যুসংবাদ জানানো হয়। একই সময়ে করোনা শনাক্ত হয় ৩৩ হাজার ২০৮ জনের। 

রাশিয়ায় সম্প্রতি করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনগণকে দুষছে সরকার। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেন, 'জনসাধারণকে টিকা দিয়ে তাদের জীবন বাঁচানোর সুযোগ দেওয়ার জন্য সবকিছু করা হয়েছিল।' 

জনমত জরিপে দেখা গেছে, অর্ধেকের বেশি রুশ নাগরিকের টিকা দেওয়ার ইচ্ছা নেই। 

উল্লেখ্য, রাশিয়ায় এ পর্যন্ত করোনায় ২ লাখ ২৫ হাজার ৩২৫ জন মারা গেছেন। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮০ লাখ ৬০ হাজার ৭৫২ জনের। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ২০ লাখ ৬৫ হাজার ১৯৬ জনের। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৯ লাখ ২৪ হাজার ১৮১ জনের। আর করোনা থেকে সেরে উঠেছেন ২১ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ১০৮ জন। 

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি