এক মাসের বেশি সময় পর ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার (৫ জুন) ভোরে কিয়েভে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রোববার ভোরে একাধিক বিস্ফোরণের পর রাজধানীর দারনিৎস্কি ও দিনিপ্রোভস্কি জেলায় কালো ধোঁয়া দেখার কথা জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। ইউক্রেনের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্কের কিছু অংশ পুনর্দখল করার দাবির পর এ বিস্ফোরণের খবর পাওয়া গেল।
এর আগের দিন ইউক্রেনের কর্মকর্তারা পূর্বাঞ্চলে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর সেভেরোদোনেৎস্কের কিছু অংশ পুনর্দখলের দাবি করেন। কর্মকর্তারা বলছেন, শনিবারের আগে রাশিয়ার নিয়ন্ত্রণে ছিল সেভেরোদোনেৎস্কের ৭০ শতাংশ এলাকা। তবে পাল্টা আক্রমণে রুশ বাহিনী অনেকটা পিছু হটেছে।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাতভর রাশিয়ার গোলাবর্ষণে অন্তত ৮ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। তবে কিয়েভে হামলায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে সেভেরোদোনেৎস্কে নিজেদের সৈন্যদের অগ্রগতি অব্যাহত আছে বলে জানিয়েছে রুশ বাহিনী। তবে দুই পক্ষের কারও দাবিই যাচাই করা সম্ভব হয়নি।