হোম > বিশ্ব > ইউরোপ

তীর–ধনুকের হামলা সন্ত্রাসবাদ বলে মনে হচ্ছে: নরওয়ে

নরওয়ের রাজধানী অসলোর দক্ষিণ–পশ্চিম পাশে অবস্থিত কংসবার্গ শহরে এক ব্যক্তির তীর–ধনুকের হামলায় পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তীর–ধনুকের হামলা সন্ত্রাসবাদ বলে মনে হচ্ছে বলে উল্লেখ করেছে নরওয়ের সিকিউরিটি সার্ভিস। খবর বিবিসির। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ৩৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম অ্যান্ডারসেন ব্র্যাথেন। তিনি ডেনমার্কের নাগরিক। তিনি ইসলামে ধর্মান্তরিত হয়েছিলেন। ধারণা করা হচ্ছে তিনি কট্টরপন্থী। ঠিক কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে সেটি এখনো জানা যায়নি। 

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নরওয়ের পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্র্যাথেনকে শুক্রবার আদালতে হাজির করা হবে। 

একজন আইনজীবী নরওয়ের সংবাদমাধ্যমকে বলেছেন, 'সন্দেহভাজন ব্যক্তি মানসিক রোগে ভুগছিলেন কিনা বিষয়টি মনোরোগ বিশেষজ্ঞদের দ্বারা দেখা হবে।' 

এক সংবাদ সম্মেলনে নরওয়ের সিকিউরিটি সার্ভিসের প্রধান হ্যান্স সেভার সজোভোল্ড বলেছেন, 'সন্দেহভাজন ওই ব্যক্তি কিছু সময়ের জন্য মানসিক ভারসাম্য হারিয়েছিলেন।' 

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হামলাকারী একটি সুপার মার্কেটে হামলা চালায়। এ সময় মার্কেটে থাকা লোকেরা ভেতরে অবস্থান নেয়। 

নরওয়ের বিচার মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানিয়েছে, বিচারমন্ত্রী মনিকা মেল্যান্ডকে এ ব্যাপারে জানানো হয়েছে। এ ছাড়া এই পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। 

উল্লেখ্য, নরওয়েতে ২০১১ সালে উগ্র ডানপন্থী অ্যান্ডার্স বেহরিং ব্রেইভিকের হাতে ৭৭ জন নিহতের ঘটনার পর এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।           

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি