হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন পুনর্গঠনে ৩৮০০ কোটি ডলার সহায়তা চাইলেন জেলেনস্কি

ইউক্রেন পুনর্গঠনে দাতাদের কাছে ৩ হাজার ৮০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় আজ মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই আহ্বান জানান। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ইউক্রেন পুনর্গঠনের বিষয়ে জার্মানির রাজধানী বার্লিনে আয়োজিত এক পুনর্গঠন কনফারেন্সে জেলেনস্কি বলেন, ‘এই সম্মেলনেই আমাদের ইউক্রেনের জন্য আগামী বছরের বাজেট ঘাটতি মেটাতে সহায়তার বিষয়ে একটি সিদ্ধান্ত নিতে হবে। এ জন্য আমাদের প্রায় ৩ হাজার ৮০০ কোটি ডলার প্রয়োজন।’ 

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে যুক্ত হন জেলেনস্কি। বৈঠকে তিনি ইউরোপীয় নেতৃবৃন্দের প্রতি ইউক্রেনকে সহায়তা দিতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহের আহ্বান জানান। ওই বৈঠকেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনের জন্য নতুন একটি ‘মার্শাল প্ল্যান’ হাতে নেওয়ার বিষয়ে আলোচনার জন্য জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ ও ইউরোপীয় কমিশনের ডাকে বার্লিনে মিলিত হয়েছিলেন বিশ্ব নেতৃবৃন্দ, উন্নয়ন বিশেষজ্ঞ ও বিভিন্ন সংস্থার প্রধান কার্যনির্বাহীরা। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্রের নেওয়া ‘মার্শাল প্ল্যানের’ সঙ্গে তুলনীয় এই পরিকল্পনার আওতায় ৭৫০ বিলিয়ন ডলারের ব্যয় ধরা হয়েছে। তবে এই ব্যয়ে অংশগ্রহণের বিষয়ে বৈঠকে কোনো প্রতিশ্রুতি আসেনি। এ পরিমাণ অর্থের মধ্যে ইউক্রেনের বিভিন্ন অবকাঠামো পুনর্নির্মাণে ব্যয় করা হবে ৩৪৯ বিলিয়ন ডলার বলে প্রাথমিক হিসেবে অনুমান করা হয়েছে। 

বৈঠকে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বলেন, ‘ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে চায় জার্মানি। দেশটির পুনর্গঠনে দাতা সংস্থাগুলো যেন বিষয়টি বিবেচনায় রাখে।’ তিনি আরও বলেন, ‘পুতিনের এই যুদ্ধ জার্মানি ও ইউক্রেনকে একত্রে কাজ করতে প্রেরণা দিয়েছে।’

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি