হোম > বিশ্ব > ইউরোপ

ফ্রান্সে ছুরি হামলার ঘটনায় আলোচনার কেন্দ্রে এখন ‘ব্যাকপ্যাক হিরো’

গত বৃহস্পতিবার ফ্রান্সের অ্যানেসি শহরে ছুরিকাঘাতে ছয় শিশুসহ সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তবে এ ঘটনায় হামলাকারীর উদ্দেশ্য হাসিলে বাধা দিয়ে এখন প্রশংসার জোয়ারে ভাসছেন হেনরি নামে এক পর্যটক। ফ্রান্সের গণমাধ্যম তাকে ‘ব্যাকপ্যাক হিরো’ হিসেবে আখ্যায়িত করছে।

ছুরি হামলার ফুটেজে দেখা যায়-২৪ বছর বয়সী হেনরি হামলাকারীর দিকে একটি ভারী ব্যাগ দুলিয়ে তাকে বাধাগ্রস্ত করছেন। পরে ওই লোকটিকে তাড়া করতেও দেখা যায় তাকে।

এ বিষয়ে হেনরি জানান, তিনি তার স্বাভাবিক কাজটাই করেছেন। দুর্বলদের রক্ষার মানসিকতা তাঁকে এ কাজে বাধ্য করেছে। আর এমন মানসিকতা প্রত্যেক ফরাসি ধারণ করেন বলেও জানান তিনি।

বীরত্বের ফলস্বরূপ শুক্রবার বিকেলে অ্যানেসি শহরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গেও দেখা হয়ে যায় হেনরির। এ সময় মাখোঁ তাঁর সাহসিকতার জন্য প্রশংসা করেন এবং তাঁর কাজকে ‘আশার আলো’ হিসেবে বর্ণনা করেন।

ছুরিকাঘাতে আহতদের সঙ্গে দেখা করা ছাড়াও হেনরিকে এক নজর দেখার ইচ্ছায়ও অ্যানেসি শহরে এসেছিলেন মাখোঁ।

ঘটনার পর নিজের আসল নাম প্রকাশ করেননি ম্যানেজমেন্টে স্নাতক হেনরি। দাবি করেন, এ ধরনের কাজ কোনো বেসামরিক মানুষ হিসেবে শুধু তিনি একাই করেননি, আরও নজির আছে। এ ছাড়া ওই ঘটনার ভিডিও ফুটেজে শুধু তার কৃতিত্বই দেখা গেছে। আসলে সেখানে উপস্থিত প্রত্যেকটি মানুষই নিজ নিজ উপায়ে ঘটনাটি প্রতিরোধের চেষ্টা করছিলেন। পার্কের একজন কর্মী তার হাতে থাকা প্লাস্টিকের একটি কোদাল দিয়ে ওই হামলাকারীকে আঘাতের চেষ্টাও করেছিলেন।

ঘটনার কয়েক দিন আগেই হেনরির সাক্ষাৎকার নিয়েছিল একটি ফরাসি সংবাদপত্র। এ সাক্ষাৎকার থেকে জানা যায়-গত ৯ মাস ধরেই হেঁটে হেঁটে কিংবা পথচলতি যানবাহনে বিনা পয়সায় ভ্রমণ করে ফ্রান্সের ক্যাথেড্রালগুলো ঘুরে ঘুরে দেখছেন হেনরি।

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ