হোম > বিশ্ব > ইউরোপ

নিরাপত্তা পরিষদ ব্যর্থ হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ইউক্রেন সফরের মধ্যে গতকাল বৃহস্পতিবার কিয়েভে রকেট হামলার ঘটনা ঘটেছে। এ হামলার পর আন্তোনিও গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, নিরাপত্তা পরিষদ ইউক্রেনের যুদ্ধ ঠেকাতে বা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। এটি বিশাল হতাশা ও ক্রোধের বিষয়।’ ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব জানানো হয়েছে। 

জাতিসংঘের মহাসচিব আরও বলেছেন, ‘খুব স্পষ্ট করে বলি, এটি (নিরাপত্তা পরিষদ) যুদ্ধ থামাতে কিংবা বন্ধ করতে তার ক্ষমতার সবকিছু করতে ব্যর্থ হয়েছে।’ 

জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সুনির্দিষ্ট কাজ বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। তবে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই সমালোচনার মুখোমুখি হচ্ছে নিরাপত্তা পরিষদ। 

নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের অন্যতম সদস্য রাশিয়া। দেশটি এই সংঘাত নিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে একাধিকবার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে। 

আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেছেন। সেখানে তিনি বলেন, ‘আমি এখানে প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউক্রেনের জনগণকে এটিই বলতে এসেছি যে, আমরা হাল ছাড়ব না।’ 

নিরাপত্তা পরিষদ ‘পঙ্গু হয়ে গেছে’ স্বীকার করে নিয়ে গুতেরেস বলেন, ‘পরিষদ যখন পঙ্গু হয়ে গেছে, তখন জাতিসংঘ ভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ইউক্রেনে জাতিসংঘের ১ হাজার ৪০০ কর্মী রয়েছেন, যাঁরা খাদ্যসহায়তা, নগদ অর্থ এবং অন্যান্য সহায়তা প্রদানের জন্য কাজ করছেন।’ 

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘এই সফরের মধ্য দিয়ে গুতেরেস ইউক্রেনে রাশিয়ার ‘যুদ্ধাপরাধ’ প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন।’ এ সময় তিনি আবারও তাঁর দেশে রাশিয়ার পদক্ষেপকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেন। 

গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিবের সফরের সময় রাজধানী কিয়েভের কেন্দ্রীয় শেভচেঙ্কো জেলায় দুটি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র ভিতালি ক্লিৎসকো। 

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ক্রিপ্টোমাইনিংয়ে কাজে লাগাতে চান ট্রাম্প: পুতিন

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক