হোম > বিশ্ব > ইউরোপ

জার্মানিতে দূতাবাসের বাইরে রুশ গুপ্তচরের মরদেহ উদ্ধার

বার্লিনে রুশ দূতাবাসের ভবনের বাইরে মরদেহটি রাশিয়ার এক গুপ্তচরের বলে ধারণা করছে জার্মানির নিরাপত্তা বাহিনী।  গত ১৯ অক্টোবর ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়।  দেশটির সংবাদমাধ্যম ডের স্পিজেলের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ডের স্পিজেল ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি রাশিয়ার এফএসবি গোয়েন্দা সংস্থার এজেন্ট ছিলেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি দূতাবাস ভবনটির উপরের তলা থেকে পড়ে মারা গেছেন।

এ নিয়ে বার্লিন পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এর আগে এই মরদেহ প্রকাশের খবর কোনো গণমাধ্যমেও প্রকাশ হয়নি। পাশাপাশি রুশ ওই ব্যক্তির মরদেহের ময়নাতদন্ত করতে দেয়নি জার্মানির রাশিয়ান দূতাবাস। এই মৃত্যুর বিষয়ে রুশ দূতাবাসের পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি।

গতকাল শুক্রবার একটি সংবাদ সম্মেলনে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সংবাদ সম্মেলনে বলেন, জার্মান সরকার রাশিয়ান ব্যক্তির মৃত্যুর বিষয়ে অবগত রয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন