হোম > বিশ্ব > ইউরোপ

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী হয়ে ক্যামেরনের ফিরে আসা যে বার্তা দিচ্ছে ফিলিস্তিন-ইসরায়েলকে

২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরন। পরে ব্রেক্সিট নিয়ে গণভোটের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। ক্যামেরন ব্রেক্সিটের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন আর গণভোটের ফল ছিল ব্রেক্সিটের পক্ষে। 

সাত বছর পর আবারও যুক্তরাজ্যের সরকারে ফিরলেন ক্যামেরন। এবার তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। আজ সোমবার তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। 

এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্সে একটি টুইট করেন ক্যামেরন। তিনি লিখেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিতে আমাকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমি তা আনন্দচিত্তে গ্রহণ করেছি।’ 

সোমবার যুক্তরাজ্যের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের ঘটনা ঘটেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সুয়েলা ব্রেভারম্যানকে। ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের সমালোচনা করে আসছিলেন ব্রেভারম্যান। সম্প্রতি একটি নিবন্ধে তিনি অভিযোগ করেছেন, ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের প্রতি পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে। এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন ব্রেভারম্যান। 

এদিকে ইসরায়েল–হামাস সংঘাত নিয়ে পশ্চিমা দেশগুলোতে পক্ষে-বিপক্ষে নানা তৎপরতা দেখা যাচ্ছে। টালমাটাল এই পরিস্থিতির মধ্যে ক্যামেরনকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া একটি চাঞ্চল্যকর ঘটনা হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ডেভিড ক্যামেরন ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। 

দ্য ইন্ডিপেন্ডেন্টর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে ফিলিস্তিনের গাজা উপত্যকাকে একটি কারাগারের সঙ্গে তুলনা করে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের সমালোচনা করেছিলেন ক্যামেরন। সেই বছর তুরস্ক সফরে গিয়ে ক্যামেরন বলেছিলেন, ‘গাজা একটি কারাগারের মতো থাকতে পারে না।’ 

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে ক্যামেরন বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকটসহ ভয়ংকর নানা চ্যালেঞ্জের মুখোমুখি আমরা। বিশ্বজুড়ে এই পরিবর্তনের সময়ে মিত্রদের পাশে থাকা, অংশীদারত্ব শক্তিশালী করা এবং আমাদের মতামতগুলো সবার কাছে পৌঁছানো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’ 

ক্যামেরনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আগে এ পদে ছিলেন জেমস ক্লেভারলি। তাঁকে সুয়েলা ব্রেভারম্যানের ছেড়ে যাওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পেয়ে তিনি বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি সম্মানিত বোধ করছি। দেশের মানুষকে নিরাপদে রাখাই হলো আমার কাজ।’

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ক্রিপ্টোমাইনিংয়ে কাজে লাগাতে চান ট্রাম্প: পুতিন

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক