হোম > বিশ্ব > ইউরোপ

যুক্তরাজ্যে ছেলে শিশুর নামকরণে নোয়াহকে হটিয়ে শীর্ষে ‘মোহাম্মদ’

২০২৩ সালে ইংল্যান্ড ও ওয়েলসে ৪ হাজার ৬৬১ শিশুর নাম মোহাম্মদ রাখা হয়। ছবি: সংগৃহীত

সন্তানের নাম রাখার বিষয়টি সব সময়ই বিশেষ। সন্তান জন্মের আগেই অনেক বাবা-মা শব্দের অর্থ যাচাই করে সন্তানের নাম ঠিক করে ফেলেন। ছেলে হলে কী নাম আর মেয়ে হলে কী নাম—এ নিয়ে চলতে থাকে অনুসন্ধান। ২০২৩ সালে এই পছন্দের তালিকায় ছেলে সন্তানের নাম রাখার ক্ষেত্রে যুক্তরাজ্যবাসীর কাছে সবচেয়ে জনপ্রিয় নাম ছিল ‘মোহাম্মদ’। এর আগে জনপ্রিয়তার শীর্ষে ছিল ‘নোয়াহ’। অন্যদিকে টানা অষ্টম বছরের মতো মেয়েদের সবচেয়ে জনপ্রিয় নাম ‘অলিভিয়া’।

গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনটিতে দেশটির সরকারি সংস্থা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের (ওএনএস) একটি জরিপে ২০২৩ সালের শিশুদের নামের তালিকা দেওয়া হয়েছে।

আরবি থেকে উদ্ভূত নাম মোহাম্মদ-এর অর্থ ‘প্রশংসনীয়’। মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর নামটি ইংল্যান্ডের চারটি অঞ্চলে শীর্ষে ছিল এবং ওয়েলসে এটি ৬৩তম স্থানে রয়েছে। জনপ্রিয়তা থেকে বোঝা যায়, জাতি নির্বিশেষে মোহাম্মদ নামটি বিভিন্ন বানানে যুক্তরাজ্যবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। মোহাম্মদ নামের ব্যবহার মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে খুবই সাধারণ হলেও বর্তমানে এর ব্যবহার অন্যান্য অঞ্চলেও বেড়েছে।

জরিপে দেখা যায়, ২০২৩ সালে ইংল্যান্ড ও ওয়েলসে ৪ হাজার ৬৬১ শিশুর নাম মোহাম্মদ রাখা হয়। এর আগে ২০২২ সালে রাখা হয়েছিল ৪ হাজার ১৭৭ জনের। দ্বিতীয় স্থানে চলে আসা ‘নোয়াহ’ বা নূহ নবীর (আ.) নাম রাখা হয়েছে ৪ হাজার ৩৮২ শিশুর, যা ২০২২ সালে ছিল ৪ হাজার ৫৮৬ শিশুর।

তবে ওএনএস বলছে, আরবি এই শব্দে আরেকটি ভিন্ন বানানে ‘মোহাম্মদ’ তালিকায় ২৮তম স্থানে রয়েছে। ২০২২ সালে মোহাম্মদ ছিল দ্বিতীয় অবস্থানে এবং ২০১৬ সাল থেকে এটি শীর্ষ দশে ছিল। মোহাম্মদ নামের কয়েকটি বানান পার্থক্যের কারণে প্রতিটি আলাদা শব্দ আলাদাভাবে তালিকায় জায়গা পেয়েছে। সেটি না হলে এই নামই শীর্ষে থাকত। এবার শুধু একটি বানানে নামটি শীর্ষস্থানে রয়েছে।

জরিপ বলছে, ছেলেদের সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ‘অলিভার’ নামটি। এ ছাড়া ছেলেদের দুটি নাম বেশি জনপ্রিয় হয়ে উঠেছে—আইমান ও হাসান। ২০২৩ সালে আইমান নামের ব্যবহার ৪৭ শতাংশ বেড়েছে এবং হাসান নামের ব্যবহার ৪৩ শতাংশ বেড়েছে।

ছেলেদের নামের মধ্যে সবচেয়ে দ্রুত জনপ্রিয় হয়েছে ক্যাসিয়ান নামটি, যার ব্যবহার ৭৯ শতাংশ বেড়েছে। নামটি টিকটক থেকে ভাইরাল হওয়া রোমান্টিক ফিকশন সিরিজ ‘অ্যা কোর্ট অব থর্নস অ্যান্ড রোজেস’–এর চরিত্রের সঙ্গে যুক্ত। সিরিজটি টিকটকে ভাইরাল হয়ে জনপ্রিয়তা অর্জন করে।

মেয়েদের জনপ্রিয় নামের তালিকায় ‘অলিভিয়া’ শীর্ষে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ‘অ্যামেলিয়া’ ও ‘আইলা’। অলিভিয়া ইংল্যান্ডের ৯টি অঞ্চলের মধ্যে ৫টিতে এবং ওয়েলসের সবচেয়ে জনপ্রিয় নাম। মেয়েদের আরবি নামের জনপ্রিয়তার ক্ষেত্রে আইজেল এবং বিভিন্ন বানানে আয়জেল যথাক্রমে ৪৭৯ শতাংশ এবং ১৮৩ শতাংশ বেড়েছে।

ওএনএসের জরিপে দেখা যায়, ২০২৩ সালে শিশুর নামকরণে প্রভাব ফেলেছে শিল্প-সংস্কৃতি। সংগীতশিল্পী বিলি এইলিশ ও লানা দেল রে, চলচ্চিত্র তারকা মার্গোট রবি ও কিলিয়ান মার্ফি (পিকি ব্লাইন্ডার ও ওপেনহাইমার অভিনেতা) নামের প্রাধান্য পেয়েছে। কার্দাশিয়ান দুই বোনের দুই ছেলেসন্তান ৮ বছর বয়সী ছেলে সেন্ট এবং ৯ বছর বয়সী ছেলে রেইনের নামও জনপ্রিয়তা পেয়েছে। টিভি ফ্র্যাঞ্চাইজি দ্য কার্দাশিয়ানসের মাধ্যমে এই নামগুলো জনপ্রিয়তা পেয়েছে।

অন্যদিকে নামকরণের ক্ষেত্রে গত বছর রাজনীতি তেমন প্রভাব ফেলতে পারেনি। ২০২৩ সালে ২৮টি শিশুর নাম রাখা হয়েছে বরিস (সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন)। সাতটি ছেলেশিশুর নাম রাখা হয়েছে ডোনাল্ড (মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প), পাঁচটি নাম নাইজেল (ব্রেক্সিট নেতা নাইজেল ফারাজ) এবং চারটির নাম কিয়ার (ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার)।

যুক্তরাজ্যবাসীর পছন্দের তালিকায় শীর্ষ ১০০ শিশুর নামে নতুন যুক্ত হয়েছে—ছেলেদের জ্যাক্স, এনজো ও বোধি এবং মেয়েদের হ্যাজেল, লিলাহ, অটাম, নেভাহ ও রায়া।

প্রতিবছর ওএনএস সবশেষ শিশুর নাম সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় এবং অপ্রিয় নামগুলো প্রকাশ করে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট