হোম > বিশ্ব > ইউরোপ

নিরাপত্তা ইস্যুতে বাইডেন-জেলেনস্কি দীর্ঘ ফোনালাপ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ গড়িয়েছে একাদশ দিনে। রাশিয়ার হামলায় অনেকটাই বিপর্যস্ত ইউক্রেন। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নিরাপত্তা, আর্থিক সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার বিষয়ে ফোনে দীর্ঘ আলোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

হোয়াইট হাউসের বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন-জেলেনস্কির ফোনালাপ ৩০ মিনিট স্থায়ী ছিল। 

ফোনালাপের বিষয়ে এক টুইট বার্তায় জেলেনস্কি বলেন, ‘নিরাপত্তা, ইউক্রেনের জন্য আর্থিক সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে।’ 

এদিকে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তকাল শনিবার বেনেট পুতিনের সঙ্গে ক্রেমলিনে এই বৈঠক করেন। বেনেটের মুখপাত্র এমনটি জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, ক্রেমলিনে তাঁদের তিন ঘণ্টার বৈঠকে বেনেট পুতিনের সঙ্গে ইউক্রেনের যুদ্ধে আটকে পড়া বৃহৎ ইহুদি সম্প্রদায়ের বিষয়টিও উত্থাপন করেছেন।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট