হোম > বিশ্ব > ইউরোপ

স্বেচ্ছা মৃত্যুর আবেদনে জার্মান আদালতের আপত্তি

গুরুতর অসুস্থ দুই ব্যক্তি স্বেচ্ছায় মৃত্যুবরণের আবেদন জানিয়েছিলেন জার্মান আদালতে। অনেক বেশি মাত্রায় ঘুমের ওষুধ সেবনের মাধ্যমে মৃত্যুবরণের এই আবেদন গত মঙ্গলবার জার্মান ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন আদালত আবেদন খারিজ করে দেন।

জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, দুই ব্যক্তির একজন ভুগছেন ক্যান্সার পরবর্তী সমস্যায়। অন্যজন সিরোসিসের রোগী। দুইজনেই ডাক্তারের পরামর্শ ছাড়া সোডিয়াম পেন্টোবারবিটাল নেওয়ার আবেদন জানিয়েছিলেন। চিকিৎসকের পরামর্শ ছাড়াই যাতে ওষুধটি কিনতে পারেন সে জন্য জার্মানির ফেডারেল ইনস্টিটিউট ফর ড্রাগস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস (বিএফআরএম) এর কাছে আবেদন করেন তারা।

কিন্তু দুই ব্যক্তির আবেদনে সাড়া দেয়নি বিএফআরএম। এরপর জার্মানির নিম্ন আদালতে এই রায়কে চ্যালেঞ্জ করেন তারা। জার্মান আদালতও আবেদনগুলো খারিজ করে দিয়েছে। আদালতের বক্তব্য হচ্ছে, প্রয়োজন হলে আদালতের সঙ্গে চিকিৎসকের কথা বলতে হবে। স্বেচ্ছায় কাউকে এই সুযোগ দেওয়া যাবে না। সেক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা বাড়বে।

সোডিয়াম পেন্টোবারবিটাল ওষুধটি মূলত ঘুমের ওষুধ। কিন্তু বেশি পরিমাণে নিলে মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে অনেক বেশি। বস্তুত, এই ওষুধ দিয়েই যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

লাইপজিগের আদালত মঙ্গলবার এর আগের রায়গুলোর সঙ্গে একমত হয়েছে। আদালত জানিয়েছে, দুই ব্যক্তির ওষুধ গ্রহণের অধিকারকে অস্বীকার করলে তাদের স্বেচ্ছা মৃত্যুর অধিকারে হস্তক্ষেপ করা হবে। এতে কেবল স্বেচ্ছা মৃত্যুই নয়, সাহায্য চাওয়ার অধিকারও বাধাগ্রস্ত হয়। জার্মান আইনে স্বেচ্ছা মৃত্যুর বিধান থাকলেও দুই ব্যক্তি চিকিৎসকের অনুমতি নেননি বলে সোডিয়াম পেন্টোবারবিটাল ব্যবহারের অনুমতি দেননি আদালত।

আদালত বলেন, সোডিয়াম পেন্টোবারবিটাল ক্রয় এবং মৃত্যু ইচ্ছুক ব্যক্তিদের এই ওষুধ মজুদ রাখার ফলে যে বিপদগুলো দেখা দিতে পারে তা অনেক বেশি। জার্মান আইন আত্মহত্যার উদ্দেশ্যে এই ওষুধ কেনাকে অনুমোদন করে না। অর্থাৎ, আদালত স্বেচ্ছামৃত্যুর বিষয়টি সম্পূর্ণ খারিজ করে দেননি।

জার্মানির লাইপজিগ আদালত এই রায় দিলেও রোগীরা উচ্চ আদালতে আবেদন জানাতে পারবেন। জার্মানির ফেডারেল কনস্টিটিউশনাল কোর্টে তারা আবেদন জানাবেন বলে জানান তাঁদের আইনজীবী রবার্ট রসরুচ। তিনি বলেন, ‘অসুস্থ দুই ব্যক্তির জন্য এটি একটি কালো দিন। সে সঙ্গে, জার্মানির যারা আশা করেছিলেন সোডিয়াম পেন্টোবারবিটাল দিয়ে রোগীরা তাঁদের কষ্টের অবসান ঘটাতে সক্ষম হবেন তাদের জন্যও একটি কালো দিন।’

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট