হোম > বিশ্ব > ইউরোপ

৬০ বছরের ‘স্পাইডার ম্যান’, ৪৮ তলায় উঠে তাক লাগিয়ে দিলেন

সিনেমার স্পাইডার ম্যানকে বাস্তবে দেখলেন প্যারিসের অধিবাসীরা। তিনি মূলত পর্বতারোহী। কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ৪৮ তলা ভবন বেয়ে ওপরে উঠে ৬০ তম জন্মদিন উদ্‌যাপন করেছেন! 

প্যারিসের বাণিজ্যিক শহর ডিফেন্সের ট্যুর টোটাল এনার্জি ভবনের চূড়ায় খালি হাতে উঠেছেন অ্যালাইন রবার্ট। কোনো দড়ি বা বিশেষ জুতা ব্যবহার করেননি। 

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘আমি মানুষকে এই বার্তা দিতে চাই যে ৬০ বছর বয়স কোনো বিষয় না। আপনি এ বয়সেও খেলাধুলা করতে পারেন, সক্রিয় থাকে পারেন, দুর্দান্ত সব কাজ করতে পারেন।’ 

অবশ্য টাওয়ারের চূড়ায় পৌঁছানোর পর রবার্টকে আটক করা হয়েছে বলে জানা গেছে। 

অ্যালাইন রবার্ট অবশ্য এর আগে বহুবার ট্যুর টোটাল এনার্জি টাওয়ারে উঠেছে। কিন্তু এইবারই প্রথম চূড়ায় পৌঁছাতে তাঁর সময় লেগেছে মাত্র ৬০ মিনিট। ডিফেন্স ৯২ নিউজ ওয়েবসাইটের প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে। 

টাওয়ারের চূড়ায় ওঠার পর রবার্ট বলেন, ‘আমি বেশ কয়েক বছর আগে নিজের কাছে অঙ্গীকার করেছিলাম, যখন আমি ৬০ বছর বয়সে পৌঁছাব, আবার এই টাওয়ারে উঠব। কারণ ৬০ হলো ফ্রান্সে অবসরের বয়স, কিন্তু আমি ভেবেছিলাম এটাই একটা চমৎকার সময়।’ 

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, এই সুউচ্চ ভবনের আরোহণের লক্ষ্য ছিল বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। 

অ্যালাইন রবার্ট বিশ্বব্যাপী উঁচু উঁচু ভবনে আরোহণের জন্য বিখ্যাত। তাঁর সাহসী কৃতিত্বের মধ্যে রয়েছে দুবাইয়ের বুর্জ খলিফার শীর্ষে পৌঁছানো। এটিই এখন বিশ্বে সবচেয়ে উঁচু ভবন। 

রবার্ট সাধারণত কোনো পূর্ব ঘোষণা বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এমন স্টান্ট করেন। এ জন্য বেশ কয়েকবার আটকও হয়েছেন। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট