হোম > বিশ্ব > ইউরোপ

পুতিনকে আলোচনায় বসার আহ্বান জেলেনস্কির 

ইউক্রেন সংকটকে সামনে রেখে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনা আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভেলোদোমির জেলেনস্কি। জেলেনস্কি তাঁর সঙ্গে বৈঠকে বসে সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ খুঁজে বের করতে আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের প্রতি। রোববার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আলোচনাকালে তিনি এই আহ্বান জানান। 

চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীরা পূর্ণ সমরসজ্জার ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় জেলেনস্কি এই আহ্বান জানালেন। 

জেলেনস্কি বলেন, ‘আমি জানি না, রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট আসলে কি চান। তবে আমি একটি বৈঠকের প্রস্তাব দিচ্ছি।’ তিনি বলেন, ‘রাশিয়া চাইলেই আলোচনার জন্য যেকোনো স্থান বেছে নিতে পারে এবং শান্তিপূর্ণ মীমাংসার স্বার্থে ইউক্রেন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েই যাবে।’ 

তবে ক্রেমলিন থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

যেকোনো সময় যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কায় জার্মানি ও অস্ট্রিয়া তাঁদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করতে বলেছে। 
জার্মান বিমান সংস্থা লুফথানসা এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্য একটি শহর ওডেসার সঙ্গে বিমান যোগাযোগ বাতিল করেছে। দেশটি আশঙ্কা করছে ব্ল্যাক সি তীরবর্তী ওডেসা রুশ হামলার অন্যতম লক্ষ্যবস্তু হতে পারে। 

এ ছাড়া, কিয়েভস্থিত ন্যাটোর লিয়াজোঁ অফিস বলছে, তাঁরা তাঁদের কর্মীদের ব্রাসেলস ও পশ্চিম ইউক্রেনের শহর লভিভে স্থানান্তরিত করছে। 

এ দিকে, প্রায় ৮ বছর ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলা পূর্ব ইউক্রেন সফরকালে বোমা হামলার শিকার হন দেশটির শীর্ষ কর্মকর্তারা। 

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল