হোম > বিশ্ব > ইউরোপ

মূল্যস্ফীতি ঠেকাতে সুদের হার বাড়াল ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক

সুদের হার বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক। ইউরোপজুড়ে মূল্যস্ফীতি ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে। অনুমিত মাত্রার চেয়েও বেশি পরিমাণ সুদের হার বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক–ইসিবি তাঁর মূল সুদের হার দশমিক ৫ শতাংশ বাড়িয়ে সুদের হার শূন্য শতাংশে উন্নীত করেছে। বিগত ১১ বছরের মধ্যে এটি সর্বোচ্চ সুদের হার বৃদ্ধি।

সুদের হার বৃদ্ধির পাশাপাশি নীতি নির্ধারকেরা ইউরোজোনভুক্ত ১৯টি দেশকে প্রয়োজনীয় অতিরিক্ত সহায়তা দেওয়ার বিষয়টিও ঘোষণা করেছে। এ ছাড়া, ইউরোজোনের মধ্যে বেশি ঋণগ্রস্ত দেশগুলোর মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকা ইতালির জন্যও বিশেষ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এ সংবাদ সম্মেলনে ইসিবির প্রেসিডেন্ট ক্রিস্টিনা লগার্দে বলেন, ‘মূল্যস্ফীতি ক্রমশ একের পর এক সেক্টরে কামড় বসাচ্ছে। এবং এই মূল্যস্ফীতি একটি লম্বা সময় ধরে বজায় থাকবে বলেই মনে হচ্ছে।’ তিনি বলেন, ইসিবির নীতি নির্ধারকেরা মূল্যস্ফীতি ঠেকাতে সুদের হার বাড়ানোর বিষয়টি নিয়ে সর্বসম্মতভাবে ঐকমত্যে পৌঁছেছেন।

এদিকে, ইউক্রেন যুদ্ধের পর থেকেই ইউরোপের দেশগুলোতে বেশ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। যুক্তরাজ্যের মূল্যস্ফীতি বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এরই মধ্যে ইউরোপজুড়ে শুরু হয়েছে তীব্র গরম এবং দাবদাহ। এই দাবদাহে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ ছাড়া, ফ্রান্স এবং স্পেনের বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় বিপুলসংখ্যক মানুষকে তাদের আবাস থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা