হোম > বিশ্ব > ইউরোপ

সুনাকের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্যে জেলেনস্কি

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্য সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসির প্রতিবেদনে জানা যায়, সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকালে জেলেনস্কি যুক্তরাজ্যে পৌঁছান। 

এক টুইটার পোস্টে জেলেনস্কি জানিয়েছেন, ‘সামনাসামনি আলোচনার জন্য ‘বন্ধু’ ঋষি সুনাকের সঙ্গে দেখা করতে আসা। আমাদের আকাশ ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছে যুক্তরাজ্যের এই নেতা। এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করি।’ 

তবে সরকারি কর্তাব্যক্তিরা এই সফরকে আলোচনার পরিবর্তে একটি সৌজন্য সাক্ষাৎ হিসেবে বেশি দেখছেন। এমনকি দুই নেতার বৈঠক দুই ঘণ্টার বেশি হবে না বলে ধারণা করা হচ্ছে। 

এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাজ্য নিশ্চিত করে যে, রাশিয়ার হামলা প্রতিহত করতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। রুশ হামলা শুরু পর থেকেই ইউক্রেনের পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোরদারে পশ্চিমা নেতাদের সঙ্গে দেখা করছেন জেলেনস্কি। এরই ধারাবাহিকতায় ঋষি সুনাকের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্যে গেছেন তিনি। 

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ইউক্রেনকে সর্বাত্মক সহায়তা দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেবেন ঋষি সুনাক। 

চলতি সপ্তাহে ইতালি, জার্মানি, ফ্রান্স সফরে করেছেন জেলেনস্কি। ইউক্রেনে সামরিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখতে মিত্রদেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট