হোম > বিশ্ব > ইউরোপ

সুনাকের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্যে জেলেনস্কি

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্য সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসির প্রতিবেদনে জানা যায়, সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকালে জেলেনস্কি যুক্তরাজ্যে পৌঁছান। 

এক টুইটার পোস্টে জেলেনস্কি জানিয়েছেন, ‘সামনাসামনি আলোচনার জন্য ‘বন্ধু’ ঋষি সুনাকের সঙ্গে দেখা করতে আসা। আমাদের আকাশ ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছে যুক্তরাজ্যের এই নেতা। এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করি।’ 

তবে সরকারি কর্তাব্যক্তিরা এই সফরকে আলোচনার পরিবর্তে একটি সৌজন্য সাক্ষাৎ হিসেবে বেশি দেখছেন। এমনকি দুই নেতার বৈঠক দুই ঘণ্টার বেশি হবে না বলে ধারণা করা হচ্ছে। 

এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাজ্য নিশ্চিত করে যে, রাশিয়ার হামলা প্রতিহত করতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। রুশ হামলা শুরু পর থেকেই ইউক্রেনের পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোরদারে পশ্চিমা নেতাদের সঙ্গে দেখা করছেন জেলেনস্কি। এরই ধারাবাহিকতায় ঋষি সুনাকের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্যে গেছেন তিনি। 

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ইউক্রেনকে সর্বাত্মক সহায়তা দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেবেন ঋষি সুনাক। 

চলতি সপ্তাহে ইতালি, জার্মানি, ফ্রান্স সফরে করেছেন জেলেনস্কি। ইউক্রেনে সামরিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখতে মিত্রদেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

রাশিয়ার অনুরোধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক আজ

‘এটি তাদের বিষয়’—ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের চেষ্টায় নীরব কেন পুতিন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করল ইইউ

চুক্তি না করলে পুতিন ও জেলেনস্কি ‘স্টুপিড’: ট্রাম্প

স্পেনে ট্রেন দুর্ঘটনার পর চালকদের ধর্মঘটের ডাক

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প