হোম > বিশ্ব > ইউরোপ

ছবিতে এরদোয়ান সমর্থকদের উল্লাস

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে জয়ী হয়েছেন ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) নেতা রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশে এরদোয়ানের সমর্থকেরা উল্লাস শুরু করে দিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এরদোয়ানকে বিজয়ী ঘোষণা করেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য এখনো অপেক্ষা করতে হবে। কিন্তু ইতিমধ্যে তুরস্ক জুড়ে রাস্তায় নেমে উদ্‌যাপন শুরু করেছেন এরদোয়ানের সমর্থকেরা। 

বিবিসির প্রতিবেদনে দেখা গেছে, রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদের সামনে পতাকা হাতে এসেছেন এরদোয়ানের বিজয় উদ্‌যাপন করতে। এ সময় তারা বলেন, ‘তিনি দেশের পরিকাঠামো উন্নত করেছেন। দেশের প্রতিরক্ষা শিল্পে পণ্য উৎপাদন শুরু করেছেন।’ 

আঙ্কারায় বিজয় উদ্‌যাপন করতে বাড়ি থেকে বেরিয়ে আসা আলি তালিপ এবং আয়সে দম্পতির সঙ্গে কথা বলেছেন বিবিসির সাংবাদিক। তাঁরা সন্তান এবং প্রতিবেশীদের সঙ্গে উল্লাস করছেন। আয়সে বলেন, ‘আমাদের মনে কোনো সংশয় ছিল না। আজ রাতে বাচ্চাদের নিয়ে বাইরে যত হালকা খাবার পাব খাব।’ তাঁর স্বামী আলি তালিপ বলেন, ‘আমি খুশি যে, আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবনা নেই।’ 

আলি তালিপ বলেন, ‘আগামী পাঁচ বছর আমাদের নেতা বিশ্বকে নেতৃত্ব দেবেন। বিশ্ব আমাদের দেখে ঈর্ষান্বিত হবে।’ 

আঙ্কারার রাস্তায় বিজয় উদ্‌যাপন করতে বেরিয়ে আসা আরেক দম্পতির সঙ্গে কথা হয়। স্বামী রেসুল দেমিরচি বলেন, ‘তিনিই জাতির নায়ক। তিনি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠা করেছেন, অবকাঠামোর উন্নয়ন করেছেন। তিনি শুধু তুরস্কে নন, এই অঞ্চলের মধ্যে অত্যন্ত বলিষ্ঠ নেতা।’ 

তাঁর স্ত্রী ইনচি দেমিরচি বলেন, ‘গত ২০ বছর তুরস্কে বহু সমস্যা ছিল। আমি ধর্মান্ধ নই। বিরোধীরা সমস্যা সমাধানে যথেষ্ট যোগ্য বলে মনে হলে আমি তাদেরই ভোট দিতাম। আমাদের এখনো অনেক সমস্যা আছে। কিন্তু এরদোয়ান প্রমাণ করেছেন তিনি এই দেশে পরিবর্তন আনতে সক্ষম।’ 

রোববার (২৮ মে) স্থানীয় সময় সকাল ৮টায় তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়। এই ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনের দ্বিতীয় দফায় স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এরই মধ্যে এরদোয়ানকে বিজয়ী ঘোষণা করেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য এখনো অপেক্ষা করতে হবে। বেসরকারি ফলাফলে এরদোয়ান পেয়েছেন ৫২ শতাংশের বেশি এবং প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা কেমাল কিলিচদারোগলু পেয়েছেন প্রায় ৪৮ শতাংশ ভোট।

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

পুতিনের মিত্র কাদিরভকে রাশিয়া থেকে অপহরণ করুক যুক্তরাষ্ট্র—চাওয়া জেলেনস্কির

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

লিওনার্দো দা ভিঞ্চির ডিএনএ পাওয়ার দাবি একটি শিল্পকর্মে

রানি বৌদিকার যুগের বিরল যুদ্ধসম্পদ আবিষ্কার

যে কারণে ৭ জানুয়ারি বড়দিন উদ্‌যাপন করে ২৫ কোটি খ্রিষ্টান

আফ্রিকা কেন তুরস্কের কৌশলগত অগ্রাধিকার? বাড়ছে গোয়েন্দা পদচারণা

কী আছে গ্রিনল্যান্ডের ভূগর্ভে, যার কারণে ট্রাম্প এত মরিয়া

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ, আটলান্টিকে তেলের ট্যাংকার পাহারা দেবে রাশিয়ার যুদ্ধজাহাজ