হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনকে ১০০ কোটি ইউরো সামরিক সহায়তা দেবে জার্মানি

ইউক্রেনকে ১০০ কোটি ইউরোর বেশি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। গতকাল শুক্রবার জার্মান সরকার এই ঘোষণা দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের সম্পূরক বাজেটে এই অর্থ ছাড় করা হবে।

জার্মান সরকারের এক মুখপাত্র বলেছেন, বার্লিন প্রতিরক্ষা খাতে আন্তর্জাতিক সহায়তা বাড়িয়ে দুই বিলিয়ন ইউরো করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশটি ইউক্রেনকে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

জার্মানির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডার বিষয়টি নিশ্চিত করে এক টুইট বার্তায় বলেছেন, ২ বিলিয়ন ইউরোর এই সামরিক সহায়তার বেশির ভাগ মূলত ইউক্রেনকে দেওয়া হবে।

জার্মানি থেকে পাওয়া বিপুল পরিমাণ এই অর্থ দিয়ে ইউক্রেন সামরিক সরঞ্জাম কিনতে পারবে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার সমালোচনা করছে এবং রাশিয়ার ওপর বিভিন্ন সময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিচ্ছে। এ ছাড়া ইউক্রেনের সামরিক শক্তি বৃদ্ধির জন্য আর্থিক সহায়তা ও বিভিন্ন সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে। তবে ইউক্রেন সরকারের দাবি, তারা পশ্চিমাদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সামরিক সহায়তা পাচ্ছে না।

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল