হোম > বিশ্ব > ইউরোপ

সন্ত্রাসী হামলায় ভয় পাই না, আমাদের দমিয়ে রাখা যাবে না: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শত্রুরা গায়ের জোরে বিভিন্ন শহর, শহরের কেন্দ্রে, বেসামরিক স্থাপনা ও মানুষের বাড়ি–ঘর লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইউক্রেনের ক্রিবিরি শহরে রুশ মিসাইল হামলায় একজন নিহত হওয়ার প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। স্থানীয় সময় আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেনস্কি বলেন, ‘এসব সন্ত্রাসী হামলায় আমরা ভয় পাই না, আমাদের দমিয়ে রাখা যাবে না।’   

এ দিকে সম্প্রতি ওই হামলায় একজন নিহত হলেও অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে ইউক্রেন সরকারের এক কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। 

এপির প্রতিবেদনে বলা হয়, ক্রিবিরি শহরটি জেলেনস্কির জন্মস্থান। দ্নেপ্রাপেত্রোভ্স্ক অঞ্চলের শহর এটি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার এই শহর লক্ষ্য করে খুব কম হামলা হয়েছে।  

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেঙ্কো বলেন, ২টি মিসাইল একটি ভবনের চতুর্থ ও নবম তলার মাঝামাঝি আঘাত হানে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আরেকটি মিসাইল একটি বিশ্ববিদ্যালয় ভবনে আঘাত হানে।  

ইউক্রেনে পুরোদমে হামলা শুরুর পর থেকে ক্ষেপণাস্ত্র, আর্টিলারি ও ড্রোন ব্যবহার করে আসছে রাশিয়া। তাদের বিমান হামলায় বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। যদিও রুশ কর্মকর্তারা জোর দিয়ে বলেন, তাদের লক্ষ্যবস্তু শুধু সামরিক স্থাপনা। 

এ দিকে এই যুদ্ধকে রুশ সীমানার গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইউক্রেন। মস্কোর যত কাছাকাছি সম্ভব লক্ষ্যবস্তুতে হামলার জন্য ড্রোন ব্যবহার করছে ইউক্রেনীয় সেনারা। সর্বশেষ স্থানীয় সময় গতকাল রোববার ক্রেমলিন থেকে কয়েক কিলোমিটার দূরে ২টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে তারা।

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি