হোম > বিশ্ব > ইউরোপ

ঋষি সুনাকই পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত কনজারভেটিভ পার্টির (টোরি) নেতা ঋষি সুনাক। প্রথম ভারতীয় বংশোদ্ভূত নাগরিক হিসেবে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী পেনি মরডন্ট নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় ঋষির সামনে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। এখন কেবল শপথ গ্রহণ বাকি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির নেতা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে পেনি মরডন্ট ১০০ জন দলীয় এমপির সমর্থন লাভে ব্যর্থ হওয়ায় তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এর আগে, দেশটির সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনও প্রার্থিতা প্রত্যাহার করে নেন। 

পেনি মরডন্ট তাঁর প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক পোস্টে বলেন, ‘আমরা আমাদের নতুন প্রধানমন্ত্রী বাছাই করেছি। এই সিদ্ধান্ত ঐতিহাসিক এবং এই সিদ্ধান্ত দেখিয়ে দিয়েছে যে, আমাদের দল মেধা এবং বৈচিত্র্যে বিশ্বাস করে। ঋষির প্রতি আমার পূর্ণাঙ্গ সমর্থন রয়েছে।’ 

কনজারভেটিভ পার্টির ১৯২২ সদস্য বিশিষ্ট সিদ্ধান্ত গ্রহণকারী জাতীয় কমিটির চেয়ার স্যার গ্রাহাম ব্র্যাডিও ঋষি সুনাকের দলীয় প্রধান নির্বাচিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। উল্লেখ্য, স্থানীয় সময় আজ দুপুর ২টা নাগাদ যারা দলীয় প্রধান হতে চান তাদের পক্ষে দলীয় অন্তত ১০০ জন এমপির সমর্থনসহ আবেদন দাখিল করতে হতো। তার আগেই মরডন্ট প্রার্থিতা প্রত্যাহার করে নেন। 

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি