রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে ট্যাংক সরবরাহ করতে যাচ্ছে জার্মানি। জার্মান বার্তা সংস্থা ডিপিএর প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ডিপিএর প্রতিবেদনে বলা হয়, জার্মান প্রতিরক্ষা কোম্পানিকে ‘গেপার্ড’ বিমান–বিধ্বংসী ট্যাঙ্ক বিক্রি করার জন্য অনুমতি দেবে জার্মান সরকার।
জার্মানির স্থানীয় একটি পত্রিকার বরাত দিয়ে ডিপিএ জানায়, মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার জার্মান প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট মার্কিন বিমান ঘাঁটিতে বৈঠকের সময় ইউক্রেনকে বিমান–বিধ্বংসী ট্যাঙ্ক দেওয়ার প্রতিশ্রুতি দেবেন।
ইউক্রেনের কর্মকর্তাদের সাথে বৈঠকের পর গতকাল সোমবার মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন, কিয়েভ তাদের কাছে ট্যাঙ্ক দেওয়ার অনুরোধ করেছে কারণ এটি যুদ্ধের পরিবর্তনশীল অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে চায়।