হোম > বিশ্ব > ইউরোপ

নাগরিকদের যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশ ভ্রমণে নিষেধ করল রাশিয়া

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবি: সংগৃহীত

রাশিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্র, কানাডা ও কিছু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে ভ্রমণ করতে নিষেধ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা একটি সংবাদ সম্মেলনে এই কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জাখারোভা সংবাদ সম্মেলনে বলেন, ‘রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত বা সরকারি ভ্রমণে গুরুতর ঝুঁকি আছে।’

তিনি বলেন, ‘আমরা, আপনাদের অনুরোধ করছি এই ছুটির মৌসুমে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশে ভ্রমণ করা থেকে বিরত থাকবেন।’

রাশিয়া এবং মার্কিন কূটনীতিকেরা বলছেন, ইউক্রেন যুদ্ধের কারণে দুই দেশের বর্তমান সম্পর্ক ১৯৬২ সালের স্নায়ু যুদ্ধের চেয়েও খারাপ পর্যায়ে চলে গেছে।

এদিকে ইউক্রেনকে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা শত শত কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে, তারা রুশ বাহিনীকে পরাজিত করবে।

ইউক্রেন যুদ্ধে বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ‘একগুঁয়ে পশ্চিমা নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র, রাশিয়ার পোস্ট-সোভিয়েত স্বার্থকে উপেক্ষা করেছে। তারা ২০১৪ সাল থেকে ইউক্রেনকে নিজের প্রভাবশালী অঞ্চলে টানতে চেয়েছে এবং ইউক্রেনের মাধ্যমে রাশিয়াকে দুর্বল করার লক্ষ্যে একটি প্রক্সি যুদ্ধ বাাঁধিয়েছে।’

সম্প্রতি ইউক্রেনের জন্য প্রায় ১০০ কোটি ডলারের একটি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে বাইডেন প্রশাসন। ধারণা করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগে যত দ্রুত সম্ভব এই সহায়তা পাঠানোর চেষ্টা করছেন বাইডেন।

তবে ট্রাম্পের কিছু বক্তব্য ইউক্রেনের জন্য উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ নির্বাচনে জয়ী হয়ে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, যুদ্ধ শেষ করবেন। তাই ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সহায়তা না থাকলে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেন টিকে থাকতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল