হোম > বিশ্ব > ইউরোপ

দনবাসে রুশ বাহিনী ব্যাপক হামলা চালাচ্ছে: জেলেনস্কি

রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চল দনবাসে ব্যাপক হামলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার শুরু হওয়া এই হামলাকে ইউক্রেনের কর্মকর্তারা যুদ্ধের দ্বিতীয় পর্ব হিসেবে অভিহিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘রাশিয়া সেখানে যতই সৈন্য পাঠাক না কেন, আমরা যুদ্ধ চালিয়ে যাব। আমরা নিজেদের রক্ষা করব।’ ইউক্রেনের সেনাপ্রধান অ্যান্ড্রি ইয়ারমাক ইউক্রেনীয়দের আশ্বস্ত করে বলেছেন, ‘দ্বিতীয় পর্বে শুরু হওয়া যুদ্ধ আমরা ঠেকিয়ে দিতে পারব। আমাদের সেনাবাহিনীর শক্তির ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।’ 

ইউক্রেনের স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, দোনেৎস্ক, মারিংকা, স্লাভিয়ানস্ক ও ক্রামতোর্স্কে ব্যাপক গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। এ ছাড়া ইউক্রেনের উত্তর-পূর্বে খারকিভ, দক্ষিণে মাইকোলাইভ এবং দক্ষিণ-পূর্বে জাপোরিঝিয়াতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিমান হামলার সাইরেনের শব্দও শোনা গেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। 

রয়টার্স জানিয়েছে, এসব হামলার খবরের সত্যতা তাৎক্ষণিকভাবে তারা যাচাই করতে পারেনি। 

ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি ড্যানিলভ বলেছেন, ‘রুশ বাহিনী দোনেৎস্ক, লুহানস্ক ও খারকিভ অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর প্রতিরোধব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা করছে।’ তিনি আরও বলেন, ‘রুশ বাহিনী কিয়েভ দখলের চেষ্টার পর এখন দনবাস দখলের চেষ্টা করছে। এই আক্রমণ প্রত্যাশিতই ছিল। তারা দনবাস আক্রমণের জন্য দীর্ঘ প্রস্তুতি নিয়েছে।’ 

কৌশলগত কারণে দনবাস খুব গুরুত্বপূর্ণ অঞ্চল। এটি কয়লা, ইস্পাতসহ ইউক্রেনের বেশির ভাগ শিল্পসম্পদের আবাসস্থল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতারাতি ইউক্রেনের শত শত সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। 

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল