হোম > বিশ্ব > ইউরোপ

প্রথমে অ্যাস্ট্রাজেনেকা, পরে মডার্নার টিকা নিলেন মের্কেল

ঢাকা: করোনা টিকার প্রথম ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার নিলেও দ্বিতীয় ডোজ মডার্নার নিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। জার্মান সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৬৬ বছর বয়সী জার্মানির এই প্রবীণ নেতা গত এপ্রিলে করোনা টিকার প্রথম ডোজে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছিলেন। তবে গত কয়েক দিন আগে করোনা টিকার দ্বিতীয় ডোজে তিনি মডার্নার টিকা নিয়েছেন। ১৬ বছর ধরে চ্যান্সেলর থাকা মের্কেলের এ বছর দায়িত্ব থেকে বিদায় নেওয়ার কথা রয়েছে। 

প্রথম ডোজে এক কোম্পানির টিকা এবং দ্বিতীয় ডোজে আরেক কোম্পানির টিকা নেওয়ার বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, টিকার ডোজ মেশানো ভালো হলেও এর কার্যকারিতা নিশ্চিত করে বলার মতো সময় এখনো আসেনি। 

প্রসঙ্গত, গত মার্চে টিকা নেওয়ার পর রক্তে জমাট বাঁধার আশঙ্কায় ইউরোপীয় কয়েকটি দেশের সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ স্থগিত করে জার্মানি। দেশটিতে শুরুর দিকে ধীরগতি থাকলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে টিকাদানে গতি বেড়েছে। এরই মধ্যে দেশটির অর্ধেকের বেশি জনগণ টিকার প্রথম ডোজ পেয়েছেন। 

এর আগে ৬০ বছরের বেশি বয়সীদের জন্য টিকার ব্যবহার সীমিত করে জার্মানি। তবে এখন এটি সব প্রাপ্তবয়স্কের জন্য উন্মুক্ত।

বিভিন্ন টিকার মিশ্রণ নিয়ে কয়েকটি গবেষণা পরিচালিত হয়েছে। যুক্তরাজ্যের এক গবেষণায় দেখা গেছে, অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের ডোজ মিশ্রণের ফলে প্রাপ্তবয়স্কদের মধ্যে হালকা ও মাঝারি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টিকার স্বল্পতা ও টিকা সুরক্ষার উন্নতির জন্য কয়েকটি দেশ টিকার মিশ্রণের বিষয়টি নিয়ে ভাবছে।

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ক্রিপ্টোমাইনিংয়ে কাজে লাগাতে চান ট্রাম্প: পুতিন

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা