হোম > বিশ্ব > ইউরোপ

প্রথমে অ্যাস্ট্রাজেনেকা, পরে মডার্নার টিকা নিলেন মের্কেল

ঢাকা: করোনা টিকার প্রথম ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার নিলেও দ্বিতীয় ডোজ মডার্নার নিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। জার্মান সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৬৬ বছর বয়সী জার্মানির এই প্রবীণ নেতা গত এপ্রিলে করোনা টিকার প্রথম ডোজে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছিলেন। তবে গত কয়েক দিন আগে করোনা টিকার দ্বিতীয় ডোজে তিনি মডার্নার টিকা নিয়েছেন। ১৬ বছর ধরে চ্যান্সেলর থাকা মের্কেলের এ বছর দায়িত্ব থেকে বিদায় নেওয়ার কথা রয়েছে। 

প্রথম ডোজে এক কোম্পানির টিকা এবং দ্বিতীয় ডোজে আরেক কোম্পানির টিকা নেওয়ার বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, টিকার ডোজ মেশানো ভালো হলেও এর কার্যকারিতা নিশ্চিত করে বলার মতো সময় এখনো আসেনি। 

প্রসঙ্গত, গত মার্চে টিকা নেওয়ার পর রক্তে জমাট বাঁধার আশঙ্কায় ইউরোপীয় কয়েকটি দেশের সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ স্থগিত করে জার্মানি। দেশটিতে শুরুর দিকে ধীরগতি থাকলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে টিকাদানে গতি বেড়েছে। এরই মধ্যে দেশটির অর্ধেকের বেশি জনগণ টিকার প্রথম ডোজ পেয়েছেন। 

এর আগে ৬০ বছরের বেশি বয়সীদের জন্য টিকার ব্যবহার সীমিত করে জার্মানি। তবে এখন এটি সব প্রাপ্তবয়স্কের জন্য উন্মুক্ত।

বিভিন্ন টিকার মিশ্রণ নিয়ে কয়েকটি গবেষণা পরিচালিত হয়েছে। যুক্তরাজ্যের এক গবেষণায় দেখা গেছে, অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের ডোজ মিশ্রণের ফলে প্রাপ্তবয়স্কদের মধ্যে হালকা ও মাঝারি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টিকার স্বল্পতা ও টিকা সুরক্ষার উন্নতির জন্য কয়েকটি দেশ টিকার মিশ্রণের বিষয়টি নিয়ে ভাবছে।

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল