রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ এনে নিজ দেশের ১১টি রাজনৈতিক দলের কার্যক্রমের ওপর বিধিনিষেধ আরোপ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল শনিবার রাতে এক ভিডিও বার্তার মাধ্যমে জেলেনস্কি এই বিধিনিষেধের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিধিনিষেধ আরোপিত রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকারবিরোধী প্ল্যাটফর্ম ‘ফর লাইফ’ রয়েছে। ইউক্রেনের পার্লামেন্টে দলটির প্রতিনিধি রয়েছে এবং এটি রুশপন্থী বৃহত্তম ইউক্রেনীয় দলগুলোর মধ্যে একটি।
বিধিনিষেধ আরোপিত অন্যান্য দলের মধ্যে রয়েছে পার্টি অব শরিয়া, আওয়ার্স, লেফট অপজিশন, ইউনিয়ন অব লেফট ফোর্সেস, স্টেট, প্রোগ্রেসিভ সোশ্যালিস্ট পার্টি অব ইউক্রেন, সোশ্যালিস্ট পার্টি ইউক্রেন, সোশ্যালিস্টস এবং ভ্লাদিমির সালদো ব্লক।
প্রেসিডেন্ট জেলেনস্কির ঘোষণার পর ইউক্রেনের বিচার মন্ত্রণালয় নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেবে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির ওই প্রতিবেদনে।