হোম > বিশ্ব > ইউরোপ

যুক্তরাজ্যে ছুরিকাঘাতে এমপি নিহত

যুক্তরাজ্যের আইনসভা হাউস অব কমন্সের আইনপ্রণেতা স্যার ডেভিড অ্যামেস (৬৯) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ বলেছে, এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বয়স ২৫ বছর। তাঁকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। 

এক টুইট বার্তায় দেশটির শিক্ষামন্ত্রী নাদিম জাহাভি বলেন, ‘রেস্ট ইন পিস স্যার ডেভিড। বন্যপ্রাণী সংরক্ষণ, মানুষের অধিকার ও এসেক্সের জনগণের প্রতি আপনার যে ভালোবাসা- এসবের কারণে আপনাকে সবাই মিস করবে।’

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার এসেক্সের একটি গির্জায় প্রার্থনা করতে যান অ্যামেস। সেখানেই তাঁর ওপর হামলা হয়। 

টুইট বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর স্ত্রী ক্যারি জনসন বলেছেন, ‘স্যার ডেভিড অ্যামেস অত্যন্ত দয়ালু এবং ভালো মানুষ ছিলেন। তিনি একজন প্রাণীপ্রেমী ছিলেন। তাঁর প্রতি অন্যায় করা হয়েছে। তাঁর স্ত্রী এবং সন্তানদের জন্য আমার চিন্তা হচ্ছে।’

উল্লেখ্য, ১৯৮৩ সাল থেকে সংসদ সদস্য হিসেবে ছিলেন স্যার ডেভিড অ্যামেস। তিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির জনপ্রতিনিধি। যুক্তরাজ্যের ইংল্যান্ড রাজ্যের দক্ষিণাঞ্চলীয় জেলা এসেক্সের সংসদ সদস্য তিনি।

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল