হোম > বিশ্ব > ইউরোপ

তেলের নির্ধারিত দাম ‘মানবে না’ রাশিয়া

বেঁধে দেওয়া তেলের দাম মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। শনিবার (৩ ডিসেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পশ্চিমাদের নির্ধারণ করা তেলের দাম রাশিয়া ‘মানবে না’ এবং কীভাবে এর জবাব দেওয়া যায় সেই উপায় খোঁজা হচ্ছে। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

এর আগে শুক্রবার বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-৭, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া সমুদ্রপথে রপ্তানি করা রাশিয়ার তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলার নির্ধারণ করে দেয়। মূলত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থের জোগান কমাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবারও রাশিয়ার উরালস অপরিশোধিত তেল প্রতি ব্যারেল ৬৭ মার্কিন ডলারে বিক্রি হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেন, তেলের মূল্য নির্ধারণ করে দেওয়ার কারণে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো বিশেষভাবে লাভবান হবে।

এক বিবৃতিতে ইয়েলেন বলেন, ‘রাশিয়ার অর্থনীতি ইতিমধ্যে সংকুচিত হওয়ার পাশাপাশি বাজেটও সম্প্রসারণের ওপর চাপ পড়ছে। এখন তেলের দাম নির্ধারণ অবিলম্বে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ উৎসকে সংকুচিত করবে।’

রাশিয়ার তেলের দাম নির্ধারণ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। শুক্রবার জি-৭ ও অস্ট্রেলিয়া রাশিয়ার তেলের দাম কমিয়ে ৬০ ডলার করতে ঐকমত্যে পৌঁছায়। এর আগে ইউরোপীয় ইউনিয়নও একই দাম নির্ধারণে সম্মত হয়। আগামী ৫ ডিসেম্বর থেকে সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেল সরবরাহে পশ্চিমাদের নির্ধারিত দাম কার্যকর হবে।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন