হোম > বিশ্ব > ইউরোপ

বিয়ে করতে ভেনিস গেলেন জেফ বেজোস ও লরেন সানচেজ

আজকের পত্রিকা ডেস্ক­

ভেনিসের আমান হোটেলে পৌঁছাতে দেখা যায় বেজোস ও সানচেজকে। ছবি: দ্য পিপল

বিয়ে উপলক্ষে বিশ্বখ্যাত ধনকুবের এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর বাগ্‌দত্তা লরেন সানচেজকে ইতালির ভেনিসে একসঙ্গে জনসম্মুখে দেখা গেছে। রাজকীয় এই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে সপ্তাহের শেষ দিকে। এতে উপস্থিত থাকবেন হলিউডসহ বিশ্বের অনেক নামকরা তারকা ও ব্যক্তিত্বরা।

মার্কিন গণমাধ্যম দ্য পিপল জানিয়েছে, আজ বুধবার (২৫ জুন) ভেনিসে আমান হোটেলে পৌঁছাতে দেখা যায় বেজোস ও সানচেজকে। এর আগে, দুপুরে একটি হেলিকপ্টার ভেনিস থেকে উড়ে গিয়ে ক্রোয়েশিয়ার উপকূলে নোঙর করা বেজোসের বিলাসবহুল প্রমোদতরী ‘কোরু’-এর সহায়তাকারী জাহাজ ‘অ্যাবেওনা’-তে অবতরণ করে। পরে সেখান থেকে ওই যুগলকে নিয়ে হেলিকপ্টারটি ফিরে আসে ভেনিসে এবং অবতরণ করে ভেনিস লিডোতে—যেখানে প্রতিবছর ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে—আলোচিত এই বিয়ের আমেজ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ভেনিস জুড়ে। গতকাল মঙ্গলবার থেকেই তারকা অতিথিরা শহরটিতে আসতে শুরু করেছেন। এঁদের মধ্যে ইভানকা ট্রাম্প ও তাঁর স্বামী জারেড কুশনারকেও ভাসমান এই শহরে দেখা গেছে। তাঁদের সঙ্গে ছিলেন ডিজাইনার ডায়েন ভন ফুরস্টেনবার্গ।

বৃহস্পতিবার (২৬ জুন) মাদোনা ডেল’অরতো চার্চে এই বিয়ের উৎসব শুরু হবে। পরদিন শুক্রবার দ্বীপ সান জর্জিও মাজিওরেতে অনুষ্ঠিত হবে বিয়ের মূল আনুষ্ঠানিকতা। এতে থাকবে একটি ব্ল্যাক-টাই সেরিমনি, যেখানে গান পরিবেশন করবেন আন্দ্রেয়া বোচেলির পুত্র মাত্তেও বোচেলি।

২৮ জুন (শনিবার) রাতে আয়োজন করা হবে একটি আরামদায়ক নৈশভোজের। এটি আগে ভেনিসের ‘স্কোলা ভেকিয়া দেলা মিজেরিকর্ডিয়া’-তে হওয়ার কথা থাকলেও পরে স্থান পরিবর্তন করে নেওয়া হয়েছে ঐতিহাসিক ‘আর্সেনাল অব ভেনিস’-এ।

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন

ইউরোপ চাইলে রাশিয়া যুদ্ধের জন্য প্রস্তুত—পুতিনের এই মন্তব্যে ব্রিটেনের তীব্র প্রতিক্রিয়া

জব্দ করা রুশ সম্পদ ইউক্রেনকে দেওয়ার উদ্যোগ ইইউর

ইউক্রেন যুদ্ধ: পুতিন-উইটকফ ৫ ঘণ্টার বৈঠকেও মিলল না সমাধান সূত্র