হোম > বিশ্ব > ইউরোপ

পুতিনের মিত্রের বাড়িতে ইউক্রেনের নিখোঁজ শিশু

পুতিনের মিত্র হিসেবে পরিচিত এবং রাশিয়ার নেতৃস্থানীয় এক রাজনীতিবিদের বাড়িতে ইউক্রেন থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক শিশুকে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। তবে ইউক্রেনের শিশু দত্তক নেওয়ার বিষয়টিকে অস্বীকার করেছেন ওই রাজনীতিবিদ।

আজ বৃহস্পতিবার রুশ ও ইউক্রেনীয় নথির বরাতে বিবিসি জানিয়েছে, রাশিয়ান আইনপ্রণেতা সের্গেই মিরোনভ দুই বছর বয়সী একটি শিশুকে দত্তক নিয়েছেন। ১০ মাস বয়সে ওই শিশুটিকে ইউক্রেনের খেরসন শহরের একটি এতিমখানা থেকে নেওয়া হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ নথির তথ্য অনুযায়ী—শিশুটিকে ২০২২ সালে দত্তক নিয়েছিলেন এক নারী। পরে ওই নারীকেই বিয়ে করেছেন ৭০ বছর বয়সী সের্গেই মিরোনভ। তবে ইউক্রেনীয় শিশুকে দত্তক নেওয়ার বিষয়টি অস্বীকার করে মিরোনভ দাবি করেন, বদনাম করার জন্যই তাঁর বিরুদ্ধে ‘তথ্য আক্রমণ’ করা হচ্ছে।

মিরোনভ রাশিয়ার পার্লামেন্টে ক্রেমলিনপন্থী বিরোধী দলের নেতৃত্ব দেন। তিনি এর আগে রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের প্রধান হিসেবে এক দশক দায়িত্ব পালন করেছেন।

ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের একজন কট্টর সমর্থক মিরোনভ। চলমান যুদ্ধের বিষয়ে তিনি বলেছেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সম্পূর্ণ বিজয় অর্জন করবে।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মিরোনভের বাড়িতে যে শিশুটি অবস্থান করছে তার আসল নাম মার্গারিটা। রুশ বাহিনী ইউক্রেনের খেরসন শহরের নিয়ন্ত্রণ নেওয়ার সময় স্থানীয় একটি শিশু আশ্রয়কেন্দ্র থেকে নিখোঁজ হওয়া ৪৮ জনের একজন ছিল মার্গারিটা।

ধারণা করা হয়—২০২০ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চলমান যুদ্ধের মধ্যে রুশ বাহিনী ইউক্রেন থেকে প্রায় ২০ হাজার শিশুকে অপহরণ করে রাশিয়ায় নিয়ে গেছে।

চলতি বছরে শুরুর দিকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে) ইউক্রেনীয় শিশুদের রাশিয়া নিয়ন্ত্রিত ভূখণ্ডে অবৈধভাবে নিয়ে যাওয়ার অভিযোগে পুতিন এবং তার শিশু অধিকার কমিশনার মারিয়া লভোভা-বেলোয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে রুশ সরকার দাবি করেছে, যুদ্ধ থেকে শিশুদের সুরক্ষা দিতেই তারা এমনটি করেছে।

মার্গারিটা এবং অন্যান্য শিশুদের কী হয়েছিল তা খুঁজে বের করার জন্য ইউক্রেনের মানবাধিকার তদন্তকারী ভিক্টোরিয়া নোভিকোভার সঙ্গে কাজ করেছে বিবিসি। এ বিষয়ে নোভিকোভার সংগৃহীত প্রমাণাদি আইসিসির কাছে হস্তান্তর করা হবে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট