ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমাদের নানাবিধ নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল সোমবার দেশটির শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কলে বৈঠকের পর টেলিভিশনে তিনি বলেন, ‘পশ্চিমারা আশা করেছিল যে রাশিয়ার আর্থিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়বে, বাজার অস্থিতিশীল হবে, ব্যাংকিং ব্যবস্থা ধসে পড়বে এবং খাদ্যপণ্যে ঘাটতি দেখা দেবে। কিন্তু এসবের কিছুই হয়নি। উল্টো পশ্চিমাদের অর্থনীতিরই অবনতি হয়েছে।’ কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা আজ এক প্রতিবেদনে এসব জানিয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘রাশিয়া অভূতপূর্ব চাপ সহ্য করছে, কিন্তু ভেঙে পড়েনি। রুবল শক্তিশালী হয়েছে। বছরের প্রথম ত্রৈমাসিকে ৫৮ বিলিয়ন ডলার উদ্বৃত্ত রেকর্ড করেছে।’ তিনি দাবি করেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের নিষেধাজ্ঞাগুলো বুমেরাং হয়েছে। নিষেধাজ্ঞার ফলে বরং তাদেরই মুদ্রাস্ফীতি ত্বরান্বিত হয়েছে এবং জীবনযাত্রার মান নেমে গেছে।’
রাশিয়ায় নিত্যপণ্যের দাম বাড়ার কথা স্বীকার করে পুতিন বলেন, ‘প্রায় প্রতিবছরই এপ্রিলের দিকে ১৭ দশমিক ৫ শতাংশ পর্যন্ত দাম বাড়ে।’ তিনি মুদ্রাস্ফীতি কমানোর উপায় বের করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন।