হোম > বিশ্ব > ইউরোপ

টানা দ্বিতীয় দিনের মতো কিয়েভে বড় হামলা চালাল রাশিয়া, নিহত অন্তত ২

আজকের পত্রিকা ডেস্ক­

রাশিয়ার হামলায় শহরজুড়ে একাধিক বাড়িঘর, অফিস-আদালত, গুদামসহ বহু স্থাপনা বিধ্বস্ত হয়েছে। ছবি: এএফপি

টানা দ্বিতীয় দিনের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। মস্কোর হামলায় এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কিয়েভ। আহত হয়েছে আরও অনেকে। কিয়েভের স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সংবাদমাধ্যমটির তথ্যমতে, আজ বৃহস্পতিবার কিয়েভের স্থানীয় সময় ভোরে এ হামলা চালায় রাশিয়া। হামলায় ব্যবহার করা হয়েছে বিভিন্ন মডেলের ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে হামলার ভিডিও ফুটেজ। সেসব ফুটেজে দেখা যায়, একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে কিয়েভ। ঘন ধোঁয়ায় ছেয়ে যায় শহরটির আকাশ। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, ধোঁয়ার তীব্রতায় খুব কাছের কিছুই দেখা যাচ্ছিল না। পুরো শহরে ছড়িয়ে পড়ে পোড়া গন্ধ।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরজুড়ে একাধিক বাড়িঘর, অফিস-আদালত, গুদামসহ বহু স্থাপনা বিধ্বস্ত হয়েছে। আগুন ধরে গেছে বহু জায়গায়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিতসচকো জানান, রুশ বিমান হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে একটি স্বাস্থ্যকেন্দ্র।

এর আগে গতকাল বুধবারই মস্কো-কিয়েভ যুদ্ধ শুরুর পর ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনকে লক্ষ্য করে ৭২৮টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ওই হামলায়ও একজন নিহতের খবর পাওয়া গেছে। তবে, প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসানে শান্তিচুক্তি প্রক্রিয়া কার্যত স্থবির হয়ে পড়েছে। এই অচলাবস্থায় হতাশা বাড়ছে হোয়াইট হাউসে। গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্ত্রিসভার এক বৈঠকে প্রকাশ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তীব্র ভাষায় আক্রমণ করেন।

ট্রাম্প বলেন, ‘পুতিন আমাদের অনেক আজেবাজে কথা বলছেন। যদি সত্যি জানতে চান, তিনি সব সময় খুব ভদ্রভাবে কথা বলেন, কিন্তু শেষে দেখা যায় সেসবের কোনো মানে নেই।’

সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার টানা বিমান হামলা ও ড্রোন আক্রমণের পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনের ইউক্রেন-সংক্রান্ত নীতিতে নতুন করে তৎপরতা দেখা যাচ্ছে। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে কিয়েভে অতিরিক্ত প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে, যা আগের অবস্থানের সঙ্গে আংশিক বিপরীতমুখী বলে মত বিশ্লেষকদের।

তবে ট্রাম্পের কড়া বক্তব্যকে রাশিয়া হালকাভাবেই নিয়েছে। গতকাল বুধবার এক প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘পুতিন সম্পর্কে ট্রাম্পের মন্তব্যে আমরা শান্তভাবেই প্রতিক্রিয়া জানাচ্ছি। ট্রাম্প সাধারণত এমন ভাষা ও ভঙ্গিতেই কথা বলেন। ওয়াশিংটনের সঙ্গে সংলাপ চলবে বলে আশাবাদী আমরা।’

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা