হোম > বিশ্ব > ইউরোপ

পানির অভাবে শুকিয়ে যাচ্ছে ভেনিসের খাল

বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন শহর ইতালির ভেনিস। শহরটি জুড়ে জালের মতো ছড়িয়ে রয়েছে দৃষ্টিনন্দন খাল। আর তাতে গন্ডোলায় (একধরনের নৌকা) করে ঘুরে বেড়ানো পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে। তবে আশঙ্কার কথা হলো, পানির অভাবে শুকিয়ে যাচ্ছে এসব খাল। খালে কাদায় আটকে আছে নৌকা। 

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন জানায়, খরার কারণে শুকিয়ে যাচ্ছে ভেনিসের খাল। জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাত কমে যাওয়া এ জন্য অনেকটা দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ৭০ বছরের মধ্যে গত বছর সবচেয়ে বেশি খরার সম্মুখীন হয় ইতালি। 

ইতালির বৈজ্ঞানিক গবেষণা ইনস্টিটিউট সিএনআরের জলবায়ু বিশেষজ্ঞ ম্যাসিমিলিয়ানো পাসকুই বলেন, ‘আমরা পানিসংকট পরিস্থিতিতে রয়েছি, যা ২০২০ থেকে ২০২১ সালের শীতকালে শুরু হয়েছে। আমাদের উত্তর-পশ্চিমাঞ্চলের পরিস্থিতি কাটিয়ে উঠতে ৫০০ মিলিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। অন্তত ৫০ দিনের বৃষ্টি দরকার আমাদের।’ 

ভেনিস সিটি কাউন্সিলের স্রোতসংক্রান্ত বিভাগের প্রধান আলভিস পাপা জানান, খরার কারণে হ্রদ ও নদীতে পানি কমে গেছে। ভূমধ্যসাগরে উচ্চ চাপসহ এমন পরিস্থিতি বিরাজ করছে, যার প্রভাবে বৃষ্টি কম হচ্ছে। 

প্রতিবছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে খালে পানি কমে আসা এবং স্রোত না থাকার সমস্যায় পড়ে ভেনিস। তবে গত কয়েক বছরের মধ্যে এবারের মতো এত সমস্যায় পড়তে হয়নি ভেনিসবাসীকে। 

ইতালির উত্তরাঞ্চলের গারদা হ্রদে পানির স্তর রেকর্ড পরিমাণে নেমে গেছে। তবে সম্প্রতি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী কয়েক দিনে আল্পস পর্বতমালায় প্রয়োজনীয় বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। 

পুতিনের মিত্র কাদিরভকে রাশিয়া থেকে অপহরণ করুক যুক্তরাষ্ট্র—চাওয়া জেলেনস্কির

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

লিওনার্দো দা ভিঞ্চির ডিএনএ পাওয়ার দাবি একটি শিল্পকর্মে

রানি বৌদিকার যুগের বিরল যুদ্ধসম্পদ আবিষ্কার

যে কারণে ৭ জানুয়ারি বড়দিন উদ্‌যাপন করে ২৫ কোটি খ্রিষ্টান

আফ্রিকা কেন তুরস্কের কৌশলগত অগ্রাধিকার? বাড়ছে গোয়েন্দা পদচারণা

কী আছে গ্রিনল্যান্ডের ভূগর্ভে, যার কারণে ট্রাম্প এত মরিয়া

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ, আটলান্টিকে তেলের ট্যাংকার পাহারা দেবে রাশিয়ার যুদ্ধজাহাজ

প্রেসিডেন্ট মাখোঁর স্ত্রীকে সাইবার বুলিংয়ের দায়ে ১০ জন দোষী সাব্যস্ত

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের হামলা মানে ন্যাটোর মৃত্যু, হুঁশিয়ারি ডেনমার্কের