হোম > বিশ্ব > ইউরোপ

এরদোয়ানের জয়ের পর তুরস্কের মুদ্রার রেকর্ড দরপতন

তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটির মুদ্রা লিরার রেকর্ড দরপতন হয়েছে। ঘটনাটি এই ইঙ্গিত দেয় যে, তুরস্কের অর্থনৈতিক ভবিষ্যৎ বেশ নড়বড়ে। 

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত আট মাসের মধ্যে গতকাল সোমবার ছিল তুরস্কের মুদ্রাবাজারের সবচেয়ে খারাপ দিন। এদিন মার্কিন ডলারের বিপরীতে লিরার দরপতন হয়েছে সবচেয়ে বেশি। লিরার মূল্য নেমে গিয়েছিল ২০ দশমিক শূন্য ১-এ। বিশেষজ্ঞরা বলছেন, তুরস্কের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার কারণে লিরার অস্বাভাবিক দরপতন হয়েছে। 

নির্বাচনের আগে প্রেসিডেন্ট এরদোয়ান মুদ্রাস্ফীতিকে একক অঙ্কে নামানোর এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গত রোববার তিনি আবারও সেই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তবে কিছু বিশ্লেষক বলেছেন, তাঁর (এরদোয়ানের) অর্থনৈতিক নীতিগুলো সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এরদোয়ান সরকার ২০২১ সালের শেষের দিকে সুদের হার কমিয়েছিল। তখন থেকেই লিরার ব্যাপক দরপতন শুরু হয়। গত বছর তুরস্কে মূল্যস্ফীতি পৌঁছেছিল ৮৫ দশমিক ৫ শতাংশে, যা ছিল গত ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ। 

তুরস্কের সংকটাপন্ন অর্থনীতি এবং গত ফেব্রুয়ারির ব্যাপক বিধ্বংসী ভূমিকম্পের পর সরকারি অব্যবস্থাপনা এরদোয়ানের জয়ের পথে কাঁটা হবে বলে ধারণা করা হয়েছিল। তবে সব ধারণাকে মিথ্যা প্রমাণ করে গত রোববার দ্বিতীয় দফার ভোটে এরদোয়ান আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এ নিয়ে টানা তৃতীয় মেয়াদে তুরস্কের ক্ষমতায় বসলেন তিনি।

আরও খবর পড়ুন:

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা