হোম > বিশ্ব > ইউরোপ

ইউরোপের মার্কিন ঘাঁটিগুলোতে ‘উচ্চ সতর্কাবস্থা’ ঘোষণা

ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিগুলোতে উচ্চ সতর্কাবস্থা জারি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। মূলত ‘অনেকগুলো কারণে’ এই সতর্কাবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার এই সতর্কাবস্থা জারি করা হয়। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের বলেছেন, ‘আমি গোয়েন্দা মূল্যায়নের বিষয়ে কোনো কথা বলব না...তবে এটি ইউরোপীয় থিয়েটারে অবস্থানরত (নিরাপত্তা) পরিষেবা সদস্যদের সুরক্ষা ও নিরাপত্তাকে সম্ভাব্যভাবে প্রভাবিত করতে পারে এমন অনেকগুলো কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

সাবরিনা সিং আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ইউরোপীয় কমান্ড আমাদের নিরাপত্তা পরিষেবা সদস্যদের, তাদের পরিবার ও আমাদের অবকাঠামোর জন্য সতর্কতা বাড়ানোর জন্য পদক্ষেপ নিচ্ছে।’ 

এ সময় পেন্টাগনের এই মুখপাত্র জানান, মূলত স্থানীয় কমান্ডারদের বিবেচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে অবশ্য তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি। তিনি বলেন, ‘মূলত ব্যাপক সতর্কতার অংশ হিসেবে এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে।’ 

ইউরোপে চলমান উয়েফা ফুটবল চ্যাম্পিয়নশিপ ও আসন্ন অলিম্পিক গেমসের সঙ্গে এই উচ্চ সতর্কাবস্থা জারির কোনো সম্পর্ক আছে কি না—এ বিষয়ে জানতে চাইলে সাবরিনা সিং আরও বলেন, ‘আপনারা ইউরোপে চলমান অনেক বড় ইভেন্টের কথা উল্লেখ করেছেন। অবশ্যই বিষয়টি একটি কারণ, কিন্তু একমাত্র কারণ নয়। এটি অনেকগুলো কারণের একটি।’

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন