হোম > বিশ্ব > ইউরোপ

‘মানবিক প্রস্তাব’ নিয়ে ভোট বাতিল করল রাশিয়া

ঘনিষ্ঠ মিত্রদের সমর্থন না পাওয়ায় ইউক্রেন ইস্যুতে একটি ‘মানবিক প্রস্তাব’ পাসের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পূর্বনির্ধারিত ভোট বাতিল করেছে রাশিয়া। কূটনীতিকেরা বলেছেন, দুবার তারিখ পেছানোর পর আজ শুক্রবার এই ভোট হওয়ার কথা ছিল। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

একজন কূটনীতিকের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, শুক্রবারের পূর্বনির্ধারিত ভোট বাতিল করেছে মস্কো। কারণ মানবিক প্রস্তাব পাসের ওই খসড়ার ব্যাপারে চীন ও ভারতের সমর্থন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে রাশিয়া। 

জাতিসংঘের রুশ দূত ভাসিলি নেবেনজিয়াও বলেছেন, শুক্রবার ভোটাভুটি হচ্ছে না। 

এএফপির প্রতিবেদনে বলা হয়, খসড়া প্রস্তাবটি অনুমোদন পাওয়ার সুযোগ ছিল না। কারণ পশ্চিমের দেশগুলো এই প্রস্তাবে সমর্থন দিত না। তারা অবশ্যই ভেটো প্রদান করত। রাশিয়া সম্ভবত ভেবেছিল, তারা যদি নিজেদের পক্ষে অল্প কিছু ভোট পায়, তবে সেটিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রতি আন্তর্জাতিক অঙ্গনে সমর্থন হিসেবে দেখাতে পারবে। 

কিন্তু মিত্র দেশগুলোর সমর্থন নিশ্চিত করতে পারেনি মস্কো। ফলে ভোটাভুটিই বাতিল করে দিয়েছে। 

উল্লেখ্য, ইউক্রেনের বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করতে গত মঙ্গলবার জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে রাশিয়া। পরদিন এ প্রস্তাবের ওপর ভোটাভুটির আহ্বান জানায় দেশটি। এরপর সিদ্ধান্ত পাল্টে বৃহস্পতিবার ভোটের দিন ধার্য করতে অনুরোধ করে মস্কো। সেই তারিখ পাল্টে আজ শুক্রবার ভোটের তারিখ ঠিক করা হয়। কিন্তু সেই তারিখও বাতিল করে দিলো রাশিয়া। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট