হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দিলেন চীনা প্রতিরক্ষামন্ত্রী, রুশ গণমাধ্যমের দাবি

ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে খোলাখুলি সমর্থন দিয়েছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী ডং জান। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন চীনের ওপর চাপ অব্যাহত রাখলেও আমরা ইউক্রেন ইস্যুতে আপনাকে সমর্থন করেছি। পশ্চিমা হুমকি ও নিষেধাজ্ঞার মুখেও বেইজিং এই অবস্থান বদলাবে না।’ এমনটাই দাবি করা হয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে। 

চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জান গতকাল বুধবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে ভিডিও কলে আলাপকালে এই অবস্থান ব্যক্ত করেন। ডং জান বলেছেন, মস্কো ও বেইজিংয়ের মধ্যে কৌশলগত সহযোগিতা বিশ্বে শান্তি বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ পিলার। গত সেপ্টেম্বরে হঠাৎ করে জনসমক্ষে আসা বন্ধ করে দেন তৎকালীন প্রতিরক্ষমন্ত্রী লি শ্যাংফু। পরে তাঁর জায়গায় নিয়োগ দেওয়া হয় ডং জানকে। 

ভিডিও বৈঠকে শোইগু ও জানের মধ্যে আলোচনায় উভয় নেতা জোর দিয়ে বলেছেন, দুই বড় শক্তি হিসেবে রাশিয়া ও চীনের উচিত তাদের মধ্যকার সহযোগিতাকে আরও গভীর করা এবং বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলোকে ‘সিদ্ধান্তমূলক’ জায়গা থেকে মোকাবিলা করা। 

চীনা প্রতিরক্ষামন্ত্রী ডং জান বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় চীনের ওপর চাপ অব্যাহত রাখলেও আমরা ইউক্রেনের ইস্যুতে আপনাদের সমর্থন করেছি। এবং আরও নিষেধাজ্ঞা বা পশ্চিমা হুমকির মুখেও বেইজিং এ বিষয়ে তাঁর প্রতিষ্ঠিত নীতি পরিবর্তন বা পরিত্যাগ করবে না।’ 

বৈঠকে ডং আরও বলেন, ‘একই সময়ে বেইজিং তাইওয়ান ইস্যুতে ও আমাদের অন্যান্য মূল স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে শক্তিশালী সমর্থন অনুভব করে।’ তিনি আরও বলেন, ‘বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল দুই শক্তি হিসেবে আমাদের উচিত বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সিদ্ধান্তমূলকভাবে সাড়া দেওয়া।’ 

চীনের নবনিযুক্ত প্রতিরক্ষাপ্রধান বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র সব সময়ই রাশিয়া ও চীনকে টার্গেট করছে এবং বিশ্বজুড়ে আধিপত্য ধরে রাখতে চাইছে, কিন্তু ইতিহাস ও বাস্তবতা প্রমাণ করে যে, আধিপত্য সব সময়ই ব্যর্থতার অতলে ডুবে গেছে।’

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১