১০ লাখ শিশু পর্নোগ্রাফির ছবি ও ভিডিওসহ এক সুরকারকে গ্রেপ্তার করেছে ইতালির পুলিশ। আজ শনিবার ৪৯ বছর বয়সী ওই সুরকারকে গ্রেপ্তার করা হয়।
একটি বিবৃতিতে ইতালি পুলিশের পক্ষ থেকে বলা হয়, ওই সুরকার ইতালির মার্চে অঞ্চলের উপকূলীয় শহর অ্যাঙ্কোনা থাকতেন। তিনি ২০ বছর ধরে ছবি ও ভিডিওগুলো সংগ্রহ করছিলেন।
বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া সুরকার বিভিন্ন হার্ডডিস্ক, অপটিক্যাল মিডিয়া এবং একটি স্মার্টফোনের মধ্যে ফাইলগুলো রেখেছিল। যেখানে ছবি ও ভিডিওগুলোকে শিশুদের বয়স অনুযায়ী বিভিন্ন ফোল্ডারে বিভক্ত করা হয়েছিল।
ইতালি পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, ওই সুরকার শিশুদের সংগীত শেখাতেন। তবে তাঁর বিরুদ্ধে শিশুদের নির্যাতন করার কোনো প্রমাণ পাওয়া যায়নি।