ইউক্রেনের মারিউপোল শহরের অবরুদ্ধ আজভস্তাল স্টিল কারখানায় থাকা মোট ১ হাজার ৭৩০ ইউক্রেনীয় সৈন্য রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছেন। আজ বৃহস্পতিবার রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, চলতি সপ্তাহে ওই ইউক্রেনীয় সৈন্যরা আত্মসমর্পণ করেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানায়, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের আজভ রেজিমেন্টের ৭৭১ জন যোদ্ধা আত্মসমর্পণ করেছেন। আর গত ১৬ মে থেকে, ৮০ জন আহতসহ মোট ১ হাজার ৭৩০ ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেন।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি ঠিক কতজন সৈন্যকে মারিউপোল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, দেশটি রাশিয়াকে বন্দী বিনিময়ের আহ্বান জানিয়েছে। যদিও এখনো এই বিষয়ে কোনো নিশ্চিত জবাব দেয়নি মস্কো।
অন্যদিকে, যুদ্ধ শুরুর পর এখন অবধি ইউক্রেনে অন্তত ৩ হাজার ৭৫২ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। আরও ৪ হাজার ৬২ জন আহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় এই তথ্য জানিয়েছে।