হোম > বিশ্ব > ইউরোপ

বিপদে পড়ে উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়া থেকে রাশিয়া অস্ত্র কিনছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তারা বলছে, নিষেধাজ্ঞার কারণে নিজ সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহের সক্ষমতা অনেকটাই কমে গেছে মস্কোর। এ অবস্থায় উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনতে বাধ্য হচ্ছে তারা।

এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের লক্ষ্যে পিয়ংইয়ং থেকে লাখো রকেট ও গোলা কিনছে রাশিয়া। এ যুদ্ধ চললে উত্তর কোরিয়া থেকে তারা আরও অস্ত্র কিনতে বাধ্য হবে। যুক্তরাষ্ট্র পিয়ংইয়ং থেকে অস্ত্র কেনার কথা উল্লেখ করে বলেছে, ‘এটি ভয়াবহ রকমের অস্ত্র স্বল্পতার ইঙ্গিতবাহী।’ 

এ সম্পর্কিত গোয়েন্দা প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রথম খবর প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। ওই খবরের প্রতিক্রিয়া হিসেবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘সোভিয়েত অস্ত্র তার সম্ভাবনা হারিয়ে ফেলেছে।’ তারা বলেছে, ‘অস্ত্র, রাজনীতি কিংবা জীবনমানের প্রশ্নে যখন ইউক্রেন ন্যাটো মানের দিকে এগোচ্ছে, তখন রাশিয়া যাচ্ছে উত্তর কোরিয়ার মানের দিকে।’

এদিকে ইউক্রেন সংকটের জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছেন। তিনি বলেছেন, তাদের বিভাজনের নীতির কারণেই রাশিয়া বলপ্রয়োগে বাধ্য হয়েছে।

বিবিসি জানায়, গত মাসেই উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ার অধিকৃত দুটি অঞ্চলকে স্বাধীন অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ দুই অঞ্চল হলো দোনেৎস্ক ও লুহানস্ক। একই সঙ্গে দেশটি মস্কোর সঙ্গে তার ‘কমরেডসুলভ’ বন্ধুত্ব আরও দৃঢ় করার বিষয়েও অঙ্গীকার প্রকাশ করে। 

পিয়ংইয়ংয়ের সরকারি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের গঠনমূলক বন্ধুত্বের পরিসর আরও বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

রাশিয়ার অনুরোধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক আজ

‘এটি তাদের বিষয়’—ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের চেষ্টায় নীরব কেন পুতিন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করল ইইউ

চুক্তি না করলে পুতিন ও জেলেনস্কি ‘স্টুপিড’: ট্রাম্প

স্পেনে ট্রেন দুর্ঘটনার পর চালকদের ধর্মঘটের ডাক

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প