হোম > বিশ্ব > ইউরোপ

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে রাশিয়া, পূর্ব ইউক্রেনের গ্রাম দখলের দাবি

বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা দখলে নিয়েছে রুশ সেনারা। ছবি: এএফপি

ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা চালানোর পর যুদ্ধের তীব্রতা বেড়েছে। এর মধ্যে রাশিয়া জানাল, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দালনে গ্রাম দখলে নিয়েছে তাদের সেনারা। অবশ্য রাশিয়ার গ্রাম দখলের বিষয়টি স্বীকার করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ।

গতকাল বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়। তবে কোনো পক্ষের কাছ থেকেই এই দাবিগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ইউক্রেনের সামরিক বাহিনীর সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা যায়, দালনেসহ সাতটি গ্রাম লক্ষ্য করে আক্রমণ চালিয়েছেন রাশিয়ার সেনারা। ২৪ ঘণ্টায় ২৬ বার ইউক্রেনের প্রতিরক্ষা ভাঙার চেষ্টা করেছে তাঁরা। ওই অঞ্চলে ১৬টি সশস্ত্র সংঘর্ষের মধ্যে ১০টি এখনো চলমান।

ইউক্রেনের জনপ্রিয় সামরিক ব্লগ ‘ডিপস্টেট’ জানায়, দালনে রাশিয়ার দখলে চলে গেছে। রুশ সৈন্যরা গ্রামটিতে তাঁদের পতাকা উত্তোলন করেছেন। পুরো গ্রামে তাঁরা অবস্থান নিয়েছেন।

দালনে গ্রামের কাছাকাছি কুরাখোভের শহরগুলো এবং পোক্রোভস্ক ছিল রাশিয়ার আক্রমণের বড় লক্ষ্য। পোক্রোভস্ক থেকে ইউক্রেনের ইস্পাত শিল্পের জন্য কয়লা সরবরাহ করা হয়। কিছু প্রতিবেদন থেকে জানা যায়, রুশ সেনারা বর্তমানে এই শহর থেকে ১০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছেন।

বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে। ৩৩ মাস ধরে চলা এই যুদ্ধের শুরুর দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়ে ব্যর্থ হওয়ার পর রুশ সেনারা দনবাস অঞ্চল দখলে নিতে মনোযোগ দেন, যার মধ্যে রয়েছে দোনেৎস্ক ও লুহানস্ক। দোনেৎস্কে একের পর এক গ্রাম দখলে নিয়ে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছেন তাঁরা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের তৈরি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন। এরপরই যুদ্ধ আরও বিধ্বংসী হয়ে উঠেছে। এ ঘটনার প্রতিক্রিয়ায় আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) দিয়ে হামলা চালায় রাশিয়া। রাশিয়া–ইউক্রেন যুদ্ধে এই প্রথম এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো।

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট