হোম > বিশ্ব > ইউরোপ

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে রাশিয়া, পূর্ব ইউক্রেনের গ্রাম দখলের দাবি

বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা দখলে নিয়েছে রুশ সেনারা। ছবি: এএফপি

ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা চালানোর পর যুদ্ধের তীব্রতা বেড়েছে। এর মধ্যে রাশিয়া জানাল, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দালনে গ্রাম দখলে নিয়েছে তাদের সেনারা। অবশ্য রাশিয়ার গ্রাম দখলের বিষয়টি স্বীকার করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ।

গতকাল বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়। তবে কোনো পক্ষের কাছ থেকেই এই দাবিগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ইউক্রেনের সামরিক বাহিনীর সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা যায়, দালনেসহ সাতটি গ্রাম লক্ষ্য করে আক্রমণ চালিয়েছেন রাশিয়ার সেনারা। ২৪ ঘণ্টায় ২৬ বার ইউক্রেনের প্রতিরক্ষা ভাঙার চেষ্টা করেছে তাঁরা। ওই অঞ্চলে ১৬টি সশস্ত্র সংঘর্ষের মধ্যে ১০টি এখনো চলমান।

ইউক্রেনের জনপ্রিয় সামরিক ব্লগ ‘ডিপস্টেট’ জানায়, দালনে রাশিয়ার দখলে চলে গেছে। রুশ সৈন্যরা গ্রামটিতে তাঁদের পতাকা উত্তোলন করেছেন। পুরো গ্রামে তাঁরা অবস্থান নিয়েছেন।

দালনে গ্রামের কাছাকাছি কুরাখোভের শহরগুলো এবং পোক্রোভস্ক ছিল রাশিয়ার আক্রমণের বড় লক্ষ্য। পোক্রোভস্ক থেকে ইউক্রেনের ইস্পাত শিল্পের জন্য কয়লা সরবরাহ করা হয়। কিছু প্রতিবেদন থেকে জানা যায়, রুশ সেনারা বর্তমানে এই শহর থেকে ১০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছেন।

বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে। ৩৩ মাস ধরে চলা এই যুদ্ধের শুরুর দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়ে ব্যর্থ হওয়ার পর রুশ সেনারা দনবাস অঞ্চল দখলে নিতে মনোযোগ দেন, যার মধ্যে রয়েছে দোনেৎস্ক ও লুহানস্ক। দোনেৎস্কে একের পর এক গ্রাম দখলে নিয়ে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছেন তাঁরা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের তৈরি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন। এরপরই যুদ্ধ আরও বিধ্বংসী হয়ে উঠেছে। এ ঘটনার প্রতিক্রিয়ায় আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) দিয়ে হামলা চালায় রাশিয়া। রাশিয়া–ইউক্রেন যুদ্ধে এই প্রথম এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো।

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা